পহেলগাঁও হামলার পর বন্ধ জম্মু ও কাশ্মীরের ১২টি পর্যটনকেন্দ্র খুলছে সোমবার

২৭ সেপ্টেম্বর : পহেলগাঁও হামলার পর নিরাপত্তা সংক্রান্ত কারণে বন্ধ করে দেওয়া হয়েছিল জম্মু ও কাশ্মীরের (J&K) ১২টি পর্যটনকেন্দ্র। তবে উৎসবের মরশুমে ফের সেগুলি খুলে দেওয়ার কথা ঘোষণা করা হল। শুক্রবার একথা ঘোষণা করেছেন কেন্দ্রশাসিত অঞ্চলটির লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। ২৯ সেপ্টেম্বর অর্থাৎ সোমবার থেকে সেই পর্যটনকেন্দ্রগুলি খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১২টি পর্যটনকেন্দ্রের মধ্যে সাতটি কাশ্মীর (Kashmir) উপত্যকার- আরু ভ্যালি, র‌্যাফটিং পয়েন্ট ইয়ান্নের, আক্কাদ পার্ক, পাদশাহি পার্ক এবং কামান পোস্ট। এছাড়া রয়েছে জম্মুর (Jammu) পাঁচটি পর্যটনস্থল। এগুলি হল দাগন টপ, রামবন, কাঠুয়ার ধাগ্গার, সালালের শিব গুহা এবং রিয়াসি। শুক্রবার শ্রীনগরের রাজভবনে লেফটেন্যান্ট গভর্নরের উপস্থিতিতে ‘ইউনিফাইড হেডকোয়ার্টার্স’-এর বৈঠকে পরিস্থিতি পর্যালোচনার পর ওই ১২টি পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় সন্ত্রাসবাদী হামলায় (Pahalgam Terror Attack) প্রাণ হারিয়েছিলেন ২৬ জন। সেই ঘটনাকে কেন্দ্র করে ভারত-পাকিস্তানের মধ্যে সামরিক অস্থিরতার সৃষ্টি হয়। গত ৭ মে পাকিস্তানের মাটিতে প্রত্যাঘাত করা হয়। অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন সিঁদুর’। চারদিনের সামরিক সংঘাতের পরে যুদ্ধবিরতি হয়। এদিকে এই ঘটনার পর সুরক্ষাজনিত কারণে ওই পর্যটনকেন্দ্রগুলি বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে সোমবার থেকে সেগুলি খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
খবর: উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল।

Spread the News
error: Content is protected !!