অপহরণের পর খুন শিশু, অভিযুক্তের ঘর জ্বালিয়ে দিলেন উত্তেজনা জনতা

অপহরণের পর খুন শিশু, অভিযুক্তের ঘর জ্বালিয়ে দিলেন উত্তেজনা জনতা

বরাক তরঙ্গ, ৩ জুলাই : ৮ বছরের শিশুকন্যাকে অপহরণ করে হত্যা করার ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে বরপেটার কামারপাড়া গ্রামে। শিশুটিকে ২৯ জুন অপহরণ করা হয়। অপহরণকারী শিশুর পরিবারের কাছ থেকে ১ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। অপহরণকারী শিশুর বাড়ির পাশে মুক্তিপণের দাবি জানিয়ে একটি লিখিত নোট রেখে যায়।

ঘটনার বিবরণ জানিয়ে শিশুর পরিবার থানায় একটি এজাহার দায়ের করেছে। মজিদুল ইসলাম নামক এক ব্যক্তিকে আটক করে পুলিশ। মজিদুলের স্বীকারোক্তির ভিত্তিতে দুইজন সন্দেহভাজন, সুলেমান আলি এবং শহিদুল ইসলামকে আটক করা হয়।

অপহরণের কয়েক দিন পর, শিশু উদ্ধার করতে ব্যর্থতার কারণে স্থানীয়রা উত্তেজিত হয়ে ওঠেন। উত্তেজিত জনতা মজিদুল ইসলামের বাড়িতে ঢুকে পড়ে। ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে। জনতা মজিদুলের সামগ্রীর আশেপাশের একটি গর্তে শিশুর নিথর দেহ আবিষ্কার করে। দেহটি উদ্ধার করার পরপরই, জনতা অভিযুক্তের বাড়িতে আগুন লাগিয়ে দেয়।

অপহরণের পর খুন শিশু, অভিযুক্তের ঘর জ্বালিয়ে দিলেন উত্তেজনা জনতা

Author

Spread the News