দীর্ঘদিনের ট্রেনিং শেষে প্রথম পোস্টিং, যোগ দেওয়া আর হল না তরুণ আইপিএস অফিসারের
২ ডিসেম্বর : দীর্ঘদিনের ট্রেনিং শেষে প্রথম পোস্টিং পেয়েছিলেন। কিন্তু চাকরিতে যোগ দিতে যাওয়ার পথেই ঘটে গেল অঘটন। পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক তরুণ আইপিএস অফিসার (IPS Officer Death)। রবিবার এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কর্ণাটকের (Karnataka) হাসান জেলায়।
পুলিশ সূত্রে খবর, মৃত ওই আইপিএস অফিসারের নাম হর্ষ বর্ধন (২৬)। কর্ণাটক ক্যাডারের ২০২৩ সালের ব্যাচে ছিলেন তিনি। সবেমাত্র মাইসুরু কর্ণাটক পুলিশ অ্যাকাডেমিতে তাঁর প্রশিক্ষণ শেষ করেছিলেন। জানা গিয়েছে, রবিবার হাসান থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে কিট্টানের কাছে বিকেল ৪.২০ নাগাদ দুর্ঘটনা ঘটে। পুলিশের গাড়িতে করেই যাচ্ছিলেন তিনি। কিন্তু আচমকাই গাড়িটির চাকা ফেটে যায়। ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পথের ধারে থাকা একটি বাড়ি ও গাছে সজোরে ধাক্কা মারে। ওই অফিসারের মাথায় গুরুতর আঘাত লাগে। এরপর দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসা চলাকালীন হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। দুর্ঘটনায় সামান্য চোট পেয়েছেন গাড়ির চালক এবং বর্তমানে হাসানে তাঁর চিকিৎসা চলছে।
মধ্যপ্রদেশের সিংরাউলি জেলার দোসার গ্রামের বাসিন্দা হর্ষ বর্ধন। তাঁর বাবা অখিলেশ একজন সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত। দীর্ঘ ছয় মাসের ট্রেনিংয়ের পর হোলেনারাসিপুরের সহকারী পুলিশ সুপার (Assistant Superintendent of Police) হিসেবে দায়িত্ব পেয়েছিলেন হর্ষ বর্ধন। ডিউটিতে যোগ দিতেই যাচ্ছিলেন তিনি। কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন। হর্ষ বর্ধনের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘বছরের পর বছর কঠোর পরিশ্রমের পর সাফল্য এসেছিল। কিন্তু তারপর এই ঘটনা কোনওভাবেই মেনে নেওয়া যায় না।’
খবর : উত্তরবঙ্গ সংবাদ।