৬০ বছর পর আগস্ট মাসে প্রথম তীব্র ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে আরব সাগরে

৩০ আগস্ট : বিগত ৬০ বছরের মধ্যে চতুর্থবার বিরল পরিস্থিতি তৈরি হচ্ছে দেশে। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আসনা। ইতিমধ্যেই নিম্নচাপ ঘণীভূত হতে শুরু করেছে আরবসাগরে। শুক্রবারই সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। ইতিমধ্যেই মৌসম ভবনের তরফে গুজরাটের ভারুচ, কচ্ছ ও সৌরাষ্ট্র জেলায় অত্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

গত সপ্তাহে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিতে ভিজেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আজ কলকাতা-সহ একাধিক জেলায় সামান্য বৃষ্টি হতে পারে। তালিকায় রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদিয়া।

৬০ বছর পর আগস্ট মাসে প্রথম তীব্র ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে আরব সাগরে

বৃহস্পতিবার আইএমডি জানিয়েছিল, গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে সরে গেছে এবং ভূজের প্রায় ৬০কিলোমিটার উত্তর-উত্তর-পশ্চিমে, নালিয়া থেকে ৮০কিলোমিটার উত্তর-পূর্বে এবং পাকিস্তানের করাচি থেকে ২৭০কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে অবস্থিত।

৬০ বছর পর আগস্ট মাসে প্রথম তীব্র ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে আরব সাগরে

জানা গিয়েছে, ১৯৬৪ সালের পর আগস্টে আরব সাগরে সৃষ্টি হওয়া এটি দ্বিতীয় ঘূর্ণিঝড়। শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর এটির নাম হবে আসান। নামকরণ করেছে পাকিস্তান। আইএমডির তথ্য অনুযায়ী, আরব সাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের তীব্রতা ১৯৬১, ১৯৬৪ এবং ২০২২সালে রেকর্ড করা হয়েছিল। কিন্তু এগুলোর কোনোটিই ঘূর্ণিঝড়ে পরিণত হয়নি। ফলে, গত ৬০ বছরে প্রথম আগস্ট মাসে তীব্র ঘূর্ণিঝড়ের সৃষ্টি হওয়ার সম্ভাবনা আরব সাগরে।

Author

Spread the News