৫৭ ঘণ্টার চেষ্টা ব্যর্থ, ১৫০ ফুট গভীর কুয়োয় পড়া আরিয়ানকে বাঁচানো গেল না

১২ ডিসেম্বর : ৫৭ ঘণ্টার চেষ্টা ব্যর্থ। কুয়োর পড়ে মৃত্যু হল পাঁচ বছরের শিশুর। ঘটনাটি ঘটেছে রাজস্থানের দৌসা জেলায়।

আজকাল ডট ইন সূত্রে জানা যায়, কালিখাঁদ গ্রামের পাঁচ বছরের শিশু আরিয়ান মাঠে খেলছিল। সোমবার দুপুর তখন তিনটে। খেলতে খেলতে আচমকাই ১৫০ ফুট গভীর কুয়োয় পড়ে যায় আরিয়ান। প্রায় এক ঘণ্টা পর শুরু হয় উদ্ধারকাজ।

উদ্ধারকারী দল প্রথমেই ড্রিলিং মেশিনের সাহায্যে কুয়োর পাশেই সমান্তরাল একটি গর্ত খুড়তে শুরু করে। সিসিটিভি ক্যামেরার সাহায্যে শিশুটির অবস্থান বোঝার পাশাপাশি পাইপের সাহায্যে অক্সিজেন সরবরাহ করা হচ্ছিল কুয়োর ভিতর। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্য জানিয়েছেন, কুয়ো থেকে শিশুটিকে উদ্ধার করতে একাধিক প্রতিবন্ধকতা ছিল। তবুও তারা চেষ্টা চালিয়ে গেছেন। শিশুটির অবস্থান বোঝার জন্য ক্রমাগত সিসিটিভির সাহায্য নেওয়া হয়েছে। কিন্তু একটা সময়ের বাচ্চাটিকে আর দেখা যাচ্ছিল না। বহু চেষ্টায় শিশুটির কাছে পৌঁছতে পারা যায়।

অজ্ঞান অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। ঘটনাস্থলে অ্যাম্বুল্যান্স মজুত ছিল। উদ্ধারের পর গ্রিন করিডর করে শিশটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন। প্রায় ৫৭ ঘণ্টার চেষ্টা বিফলে যায়।

৫৭ ঘণ্টার চেষ্টা ব্যর্থ, ১৫০ ফুট গভীর কুয়োয় পড়া আরিয়ানকে বাঁচানো গেল না
Spread the News
error: Content is protected !!