শ্রীভূমিতে অ্যাডভান্টেজ আসাম দ্বিতীয় সংস্করণ উপলক্ষে ১২১ কোটি টাকার মউ স্বাক্ষরিত
জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৫ ফেব্রুয়ারি : রাজ্যে অনুষ্ঠিত অ্যাডভান্টেজ আসাম দ্বিতীয় সংস্করণ উপলক্ষে শ্রীভূমি জেলায় মঙ্গলবার ৩২ জন শিল্পোদ্যোগীদের পক্ষে জেলা প্রশাসনের সাথে ১২১ কোটি টাকার অধিক বিনিয়োগের জন্য মউ বা মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষরিত হয়েছে। এই উপলক্ষে মঙ্গলবার শ্রীভূমি জেলা পরিষদ কার্যালয়ের সভাকক্ষে জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর পৌরোহিত্যে জেলার শিল্পোদ্যোগীদের সাথে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় গুয়াহাটিতে অনুষ্ঠিত অ্যাডভান্টেজ আসাম কার্যসূচির প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান ও উদ্বোধনী ভাষণ সরাসরি সম্প্রচার করে দেখানো হয়। এদিন বিভিন্ন ক্ষেত্রের শিল্পোদ্যোগীদের পক্ষে জেলা প্রশাসনের সাথে মউ স্বাক্ষরিত হয়। এতে মাইন ও মিনারেল সামগ্রী রপ্তানি, মশলা প্রস্তুত, কাঠের আসবাবপত্র, একক ব্যবহার্য কাপ প্লেট নির্মাণ, খাদ্য ও পানীয় উদ্যোগ স্থাপন, ফিসারী, কৃষি ও নার্সারি, শুকনো মাছ, মাশরুম চাষ, বেকারি, স্নেকস, আদা পাউডার, হার্ডওয়্যার, জিমনেসিয়াম, টাইলস ও সেনিটারি, গ্রোসারি সোপ, নারসিং হোম, অটোমোবাইল, স্টোন চিপস প্রস্তুত, পানীয় জল পেকেজিং, শস্য মিলিং ও পেকেজিং, বৈদ্যুতিক সরঞ্জাম, পশু খাদ্য, কস্টিক সোডা সরবরাহ ইত্যাদির মত বিভিন্ন ক্ষেত্রে এই বিনিয়োগ করা হবে। এর ফলে জেলায় প্রায় ৭৮৪ জনের কর্ম সংস্থাপনের সম্ভাবনা রয়েছে।

অনুষ্ঠানে জেলা আয়ুক্ত উদ্যোগক্তাদের জেলায় বিনিয়োগের জন্য ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি আরও বেশী বিনিয়োগ করতে আহ্বান রাখেন এবং প্রশাসনের পক্ষে সহযোগিতার আশ্বাস দেন। এদিন অনুষ্ঠানে দেশের সর্বোচ্চ পর্যায়ের শিল্পপতিদের উদ্যোগ স্থাপনে সফলতার কাহিনীও প্রদর্শন করে দেখানো হয়। অনুষ্ঠানে জেলা শিল্প ও বানিজ্য কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত অতিরিক্ত জেলা আয়ুক্ত উদয় শঙ্কর দত্ত শিলোদ্যোগীদের সাথে এই মউ স্বাক্ষর করেন। এতে অন্যান্যদের মধ্যে জেলা পরিষদের সিইও মুন গগৈ, আমদানি রপ্তানি সংস্থার সভাপতি অমরেশ রায়, জেলা শিল্প ও বানিজ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার সুশনাথ নাথ, জেলা তথ্য ও জনসংযোগ আধিকারিক ইফতিখার জামান প্রমুখ অংশ গ্রহণ করেন।