অ্যডভানটেজ ২.০: হাইলাকান্দিতে ৩২ কোটির মউ স্বাক্ষর

জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ২৫ ফেব্রুয়ারি : বিনিয়োগ ও পরিকাঠামো  শীর্ষ সম্মেলন অ্যাডভান্টেজ দ্বিতীয় সংস্করণ উপলক্ষে হাইলাকান্দি জেলার ৯২ জন উদ্যোগপতি ৩২ কোটি টাকা বিনিয়োগের জন্য মউ স্বাক্ষর করেছেন।

হাইলাকান্দি শহরের রবীন্দ্র ভবনে মঙ্গলবার প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক সভায় এই চুক্তি স্বাক্ষর করা হয়। স্বাক্ষর অনুষ্ঠানে ভাষণ দিয়ে জেলা আয়ুক্ত নিসর্গ হিভারে বলেন, হাইলাকান্দি জেলায় শিল্প, নির্মাণ, কৃষি, ফিশারি ইত্যাদি ক্ষেত্রে বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা রয়েছে। জেলায় কৃষি, উদ্যানশষ্য,ফিশারি ইত্যাদি ক্ষেত্রের জন্য জমি প্রস্তুত হয়ে রয়েছে। শুধু দরকার শিল্প উদ্যোগের মনোভাব নিয়ে প্রযুক্তির ব্যবহার। শিল্পউদ্যগিরা এগিয়ে আসলে প্রশাসন থেকে সব ধরনের সহায়তার হাত বাড়ানো হবে বলে ডিসি উল্লেখ করেন। এক্ষেত্রে  রাজ্য সরকারের শিল্প বিভাগের পোর্টেলে কমন অ্যাপ্লিকেশন ফর্ম ফিলাপ করতে হবে। এরপর আবেদনকারীর সব প্রয়োজনীয় কাজ বৈজ্ঞানিক পদ্ধতিতে নির্দিষ্ট সময়ের মধ্যে সব বিভাগ থেকে এগিয়ে দেওয়া হবে। এজন্য জেলায় বিনিয়োগ উপযোগী পরিবেশবান্ধব অবস্থা সৃষ্টি করে দেওয়া হয়েছে।

অ্যডভানটেজ ২.০: হাইলাকান্দিতে ৩২ কোটির মউ স্বাক্ষর

শুরুতে জেলা শিল্প ও বাণিজ্য বিভাগের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ফরিদা ইয়াসমিন জানান, কমন অ্যাপ্লিকেশন ফর্ম এর জন্য পোর্টাল EODB -এতে  গিয়ে তা ফিল আপ করতে হবে। অনুষ্ঠানে শুরুতে গুয়াহাটিতে অনুষ্ঠিত অ্যাডভান্টেজ  দ্বিতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ভাষণ বড় পর্দায় দেখানো হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট বাচিক শিল্পী শংকর চৌধুরী।

Spread the News
error: Content is protected !!