শুক্রবার এডিআরই-এর ফলাফল প্রকাশ
বরাক তরঙ্গ, ৬ মার্চ : শুক্রবার এডিআরই-এর ফলাফল প্রকাশ করা হবে। তৃতীয় ও চতুর্থ পরীক্ষার ফলাফল পরে ঘোষণা করা হবে। আজ রাত ১২ টায় পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাবে। প্রার্থীরা তাদের রোল নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করে ফলাফল পাবেন। রাজ্য স্তরের নিয়োগ কমিশন ফলাফল ঘোষণা করবে।
নিয়োগ কমিশনের চেয়ারম্যান অজয় তিওয়ারি এ তথ্য দিয়ে জানান, তৃতীয় বৰ্গ (থার্ড গ্রেড)-এ উত্তীর্ণ প্রার্থীদের স্কিল টেস্ট অনুষ্ঠিত হবে। সাংবাদিক সম্মেলনে এডিআরই-র ফলাফল ঘোষণা সম্পর্কে আরও তথ্য দিয়েছেন ফোর্থ গ্রেড (চতুৰ্থ বৰ্গ) পদে নিয়োগ কমিশনের চেয়ারম্যান ড. বি কল্যাণ চক্রবৰ্তী এবং রমেশচন্দ্র জৈন। তাঁরা জানান, আজ মধ্যরাত ১২টায় www.site.sebaonline.org এবং www.assam.gov.in ওয়েবসইটে প্রকাশ করা হবে এডিআরই-র ফলাফল।

এছাড়া ওয়েবসইটে উপলব্ধ হবে ওএমআর শিট। লিখিত এবং স্কিল টেস্টের নম্বর যোগ করে পরবৰ্তীতে ফলাফল ঘোষণা করা হবে, জানান তাঁরা। উলেখ্য, ২৯ সেপ্টেম্বর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয়েছিল ‘আসাম ডিরেক্ট রিক্রুটমেন্ট এগজামিন্যাশন ২.০’। এডিআরই-এর অধীনে এবার থাৰ্ড গ্ৰেট পদের জন্য পরীক্ষায় অবতীর্ণ হয়েছিলেন ১৩ লক্ষ ৩৬ হাজার ১০৬ জন চাকরিপ্রাৰ্থী।