ADRE অনুপস্থিত প্রার্থীদের ফের ইন্টারভিউর সুযোগ

জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ২৪ জুন : রাজ্য সরকারের চতুর্থ শ্রেণীর কর্মচারীর নিযুক্তির জন্য গুয়াহাটিতে চলতি সপ্তাহে অনুষ্ঠেয় ডকুমেন্ট ভেরিফিকেশন এবং সাক্ষাৎকারে বরাক উপত্যকার তিন জেলা সহ ডিমা হাসাও জেলার যেসব প্রার্থী উপস্থিত হতে পারেননি, তাদের পুনরায় ডকুমেন্ট ভেরিফিকেশন এবং সাক্ষাৎকারের সুযোগ দেওয়া হবে।

স্টেট লেভেল রিক্রুটমেন্ট কমিশন ফর ক্লাস ফোর পোস্ট এর সচিব এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, রেলওয়ের জাটিঙ্গা-লামপুই সেকশনে ধস পতন এবং স্বাভাবিক সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ার ফলে বরাক উপত্যকা এবং ডিমা হাসাও এর যেসব প্রার্থীরা গুয়াহাটিতে পুণরায় ইন্টারভিউ এর জন্য রিক্রুটমেন্ট কমিশনের ওয়েবসাইট  www.sebaonline.org-এ  তারিখ ঘোষণা করা হবে।

ADRE অনুপস্থিত প্রার্থীদের ফের ইন্টারভিউর সুযোগ
Spread the News
error: Content is protected !!