রতন টাটা হাসপাতালে ভর্তি
৭ অক্টোবর : দেশের প্রবীণ শিল্পপতি রতন টাটার স্বাস্থ্যের অবনতি হয়েছে। এমন পরিস্থিতিতে তাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যাচ্ছে, রক্তচাপ কমে যাওয়ার পর তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়েছে, যেখানে চিকিৎসকরা তার ওপর নজর রাখছেন।
সূত্রের খবর, গতকাল গভীর রাতে তাঁকে মুম্বইয়ে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার পরেই ৮৬ বছর বয়সি টাটার স্বাস্থ্য নিয়ে আশঙ্কা ছড়িয়ে পড়ে। যদিও সোমবার টাটা নিজে জানিয়েছেন, চিন্তার কোনও কারণ নেই। বয়সজনিত কারণেই চেক-আপের জন্য হাসপাতালে গিয়েছেন তিনি।

