সেনা কর্মীদের সমস্যা সমাধানে হাইলাকান্দিতে প্রশাসনিক নির্দেশ
জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ৪ আগস্ট : হাইলাকান্দি জেলার প্রাক্তন সেনাকর্মীদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য জেলার সব বিভাগীয় আধিকারিকদের অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করতে নির্দেশ দেয়া হয়েছে। সোমবার জেলা সৈনিক কল্যাণ বোর্ডের এক সভায় পৌরোহিত্য করে জেলা কমিশনার অভিষেক জৈন উপস্থিত সব বিভাগীয় শীর্ষ আধিকারিকদেরকে এই নির্দেশ দেন।
জেলা কমিশনার বলেন, সেনা কর্মীদের পারিবারিক বিবাদ এবং পারিবারিক জমির ভাগ বাটোয়ারা এই দুইটি ক্ষেত্রে আইন অনুযায়ী প্রশাসনিক হস্তক্ষেপের সুযোগ কম। তবে আইন মেনে যতোটুকু হস্তক্ষেপ করা যায় তা প্রশাসন থেকে করা হবে। সিনিয়র পুলিশ সুপার অমিতাভ সিনহা সভায় জেলায় থাকা সব প্রাক্তন সেনা কর্মীদের তালিকা পুলিশ প্রশাসনের কাছে জমা দেওয়ার আবেদন জানিয়ে সেনা কর্মীদের সমস্যা সমাধানের জন্য নিকটবর্তী থানার সঙ্গে যোগাযোগ রাখতে বলেন। তিন গত দশ বছরে যেসব সেনা কর্মী অবসর গ্রহণ করেছেন, তাদেরকে সড়ক সুরক্ষা এম্বাসেডর হিসেবে সম্মান জানানো হবে বলে ঘোষণা করেন। এছাড়া সভায় সেনা কর্মীদের কল্যাণ মূলক বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করা হয়।