মেরুয়াগ্রান্টে ইয়াসির নাগরিক সভা, গঠিত অ্যাডহক কমিটি
বরাক তরঙ্গ, ৩০ জুন : কাছাড় জেলার তাপাং ডেভলপমেন্ট ব্লকের অধীনে মেরুয়াগ্রান্টে চেংকুড়ি জিপিতে এক নাগরিক সভার আয়োজন করে ইয়ুথস অ্যাগেইনস্ট সোশ্যাল ইভিলস (ইয়াসি)। বিশিষ্ট নাগরিক কমলপ্রসাদ বাউরির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় বাসিন্দারা বেশ কিছু জ্বলন্ত সমস্যা বক্তব্যে বক্তব্যে তোলে ধরেন। সন্তোষ সিনহা, কার্তিক তাঁতী এবং অন্যদের মত স্থানীয় বক্তারা নদীর উপর একটি আরসিসি সেতু সহ স্থানীয় জনগণের প্রধান এবং খুব প্রয়োজনীয় দাবি, ভালো রাস্তা স্থাপন করে এই ভয়াবহ রাস্তার দুর্গতি থেকে মুক্তির দাবি জানান। তাঁরা জানান, সঠিক যোগাযোগের অভাবে পুরো গ্রাম, বিশেষ করে মহিলা ও শিশুরা মারাত্মক সমস্যায় পড়েছে সঙ্গে মেরুয়া গ্রান্টের রোগীরা সম্পূর্ণ অসহায়।
ইয়াসির কেন্দ্রীয় কমিটির সভাপতি সঞ্জীব রায় বিশাল স্থানীয় সমাবেশকে আশ্বস্থ করেন, এই ধরনের সমস্যার সমাধানের জন্য ও এলাকার মানুষের জন্য ইয়াসি দায়িত্ব নেবে এবং তাদের গণতান্ত্রিক অধিকার আদায়ে শেষ পর্যন্ত লড়াই করবে। বৈঠকে উপস্থিত ছিলেন দিলীপ সিং, ফাগুন রুহিদাস, সুবোধ গোয়ালা, সাধু গৌর, প্রদীপ কানু, সুজিত কানু, আখি দাস প্রমুখ।
সভা শেষে রমন ঘটোয়ারকে সভাপতি, কমল প্রসাদ বাউরিকে সাধারণ সম্পাদক ও সন্তোষ সিং এবং রতন দাস কে উপ-সভাপতি করে এক শক্তিশালী ১৫ সদস্যের ইয়াসির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কমিটির বাকি সদস্যেরা হলেন বিশ্বজিৎ সাবর, সুনীল তাঁতী, মোহন বাক্তি, বিমল মাল, বিধান তাঁতী, কার্তিক তাঁতী, স্বপন জানা, সঞ্জয় ভর, সুরন সোবর, শমল দাস ও মতি ঘটোয়ার। বৈঠকে সিদ্ধান্ত হয় যে ইয়াসি-এর একটি প্রতিনিধি দল, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে প্রথম উদ্যোগ হিসাবে খুব শীঘ্রই কাছাড়ের জেলাশাসক এবং অন্যান্য সমস্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই দু’টি দাবির বাস্তবায়নের জন্য যোগাযোগ করবে। এরপর অন্যান্য বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে অনুসরণ করা হবে। সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন সুবোধ গোয়ালা।