আছিমগঞ্জ ডেউবাড়ি মাদ্রাসায় কিরাত মহফিল অনুষ্ঠিত
মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ৯ জানুয়ারি : পাথারকান্দির আছিমগঞ্জ এলাকার ডেউবাড়ি জামিয়া ইসলামিয়া হানিফিয়া মাদ্রাসায় কিরাত ও ওয়াজ মহফিল সম্পন্ন হল। মহফিলে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন ইরাকের বিশ্ব বিখ্যাত কারি জাওয়াদ হোসাইনি। এ ছাড়াও মঞ্চের আসনে ছিলেন উত্তরপ্রদেশের আন্তর্জাতিক স্তরের কারি শ্বেখ তৈয়ব জামাল, কাশ্মীরের আন্তর্জাতিক স্তরের কারি ইরশাদ হোসেন সহ অন্যান্যরা।
মুফতি আনসার হোসেনের সভাপতিত্ব মহফিলে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের শ্রীভূমি জেলা সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী ইকবাল হোসেন। তিনি বক্তব্যে বলেন, ইসলাম ধর্মের অর্থ হলো শান্তি, ইসলাম ধর্মকে টিকিয়ে রাখতে হলে এরকম ধর্মীয় অনুষ্ঠান ও মাদ্রাসাকে বাঁচিতে রাখতে হবে। ইকবাল হোসেন বলেন, দ্বিনী মাদ্রাসা গুলোয় সব ধরনের সহযোগিতা করবেন। তিনি জামিয়া ইসলামিয়া হানিফিয়া মাদ্রাসা উন্নয়নের জন্য এক লক্ষ টাকা দান করেন।