১২ ধরে নিখোঁজ আছিমগঞ্জের শিশু

বরাক তরঙ্গ, ২৯ অক্টোবর : পাথারকান্দি থানা অধীন আছিমগঞ্জ দুগড়ার বাসিন্দা ইমদাদুর রহমানের ছেলে নুরুল হুদা নিখোঁজ। প্রায় বারো দিন অতিক্রান্ত হওয়ার পথে ছেলের কোনও সন্ধান না পেয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন পরিবারের লোকেরা। এ ম‌র্মে পাথারকান্দি থানায় একটি নিখোঁজ সংক্রান্ত মামলা দায়ের করা হয় পরিবারের পক্ষে। জানা গেছে, চলতি মাসের ১৮ তারিখ সকাল আটটায় বাড়ি থেকে বের হয়ে আনিপুর আল ইকরা ন্যাশনাল অ্যাকাডেমি স্কুলে রওয়ানা হয় নুরুল। কিন্তু এদিন সে স্কুলে গিয়ে পৌঁছয়নি। এর পর থেকে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনও সন্ধান পাননি পরিবারের লোকজন।এমন কি নিখোঁজ হওয়া ১১ /১২ দিন অতিক্রান্ত হওয়ার পরও হদিস পাওয়া যায়‌নি। সে ওই স্কুলের ষষ্ঠ শ্ৰেণীর ছাত্র। সমস্ত জায়গা সহ নিকটআত্মীয়দের বাড়িতে খোঁজ করেও তার কোন খবর মেলেনি। শেষে পাথারকান্দি পুলিশে লিখিত অভিযোগ প্রদান করা হয়।

বর্তমানে ব্যাপক উৎকন্ঠায় রয়েছেন নিখোঁজ পড়ুয়ার পরিবারের লোকজন সহ অভিবাবকরা। যদি কোনও সুহৃদয় ব্যক্তি নুরুলের সন্ধান পেয়ে থাকেন তাহলে তার মামা নাজির আহমেদ ও ভাই আহমেদ হুসাইন এর মোবাইল নম্বর যথাক্রমে ৯১০১৯৮৯৭৩৫ ও ৯০৫৯৯৪৩০০৩ এ যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে।

১২ ধরে নিখোঁজ আছিমগঞ্জের শিশু
১২ ধরে নিখোঁজ আছিমগঞ্জের শিশু
Spread the News
error: Content is protected !!