বন্ধ লরি থেকে প্রায় দেড় কুইন্টাল গাঁজা উদ্ধার বারইগ্রামে

বন্ধ লরি থেকে প্রায় দেড় কুইন্টাল গাঁজা উদ্ধার বারইগ্রামে

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৬ মে : বন্ধ লরি থেকে দেড় কুইন্টাল গাঁজা উদ্ধার করল পুলিশ। করিমগঞ্জ বারইগ্রাম এলাকায় বিআর ০২ এএ ৮৫৬১ নম্বরের লরি থেকে উদ্ধার করা হয় গাঁজা গুলো। শনিবার রাতে স্থানীয় লোকরা প্রত্যক্ষ করেন একটি অল্টো গাড়ি লরিটির পিছু ধাওয়া করে আসছিল। অন্ধকারে বাজার এলাকায় লরিটি রেখে গা ঢাকা দেয় চালক ও খালাসি।

এ দিকে, গরমে রাস্তায় থাকায় লোকদের দেখে অল্টো গাড়িটি স্থান ত্যাগ করে। বেশ কিছুক্ষণ লরিটি এভাবে দাঁড় করা দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ পৌঁছে  লরিতে তল্লাশি চালিয়ে ১৪ বান্ডিল গাঁজা উদ্ধার করে। যার ওজন ছিল ১৪৩.২৫৫ গ্রাম।

বন্ধ লরি থেকে প্রায় দেড় কুইন্টাল গাঁজা উদ্ধার বারইগ্রামে

এত ধরপাকড়ের মধ্যে কীভাবে দু’টি রাজ্যের সীমান্তের পুলিশ গেট পার হল এ নিয়ে জনমনে নানা প্রশ্ন উঁকি মারছে।

Author

Spread the News