অভিষেক জৈন হাইলাকান্দির ডিসি-র দায়িত্ব নিলেন

জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ২১ জুলাই : ২০২০ ব্যাচের আইএএস ক্যাডার অভিষেক জৈন হাইলাকান্দি জেলার নতুন জেলা কমিশনার (ডিসি) হিসাবে সোমবার কার্যভার গ্রহণ করেছেন। তিনি বিদায়ী জেলা কমিশনার নিসর্গ হিভারে-র কাছ থেকে কার্যভার গ্রহণ করেন। আইএএস অফিসার অভিষেক জৈন আগে দিশপুরে মুখ্যমন্ত্রীর সচিবালয়ে যুগ্ম সচিব হিসেবে কর্মরত ছিলেন।

বিদায়ী জেলা কমিশনার নিসর্গ হিভারে-কে দিশপুরে মুখ্যমন্ত্রীর সচিবালয়ে সচিব পদমর্যাদায় বদলি করা হয়েছে। ২০১৫ ব্যাচের আইএএস ক্যাডার নিসর্গ হিভারে ২০২২ সালের ১৮ জুলাই হাইলাকান্দি জেলার জেলাশাসকের দায়িত্ব নেন। নতুন জেলা কমিশনারের কার্যকর গ্রহণ এবং বিদায়ী জেলা কমিশনারের বিদায় সংবর্ধনা উপলক্ষে সোমবার হাইলাকান্দি জেলা কমিশনারের সভাকক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। আধিকারিক এবং কর্মচারীদের উপস্থিতিতে সভায় বিভিন্ন বক্তা বিদায়ী জেলা কমিশনার নিসর্গ হিভারে-র কর্মতৎপরতার ভূয়সী  প্রশংসা করেন। বিদায়ী জেলা কমিশনার  তার ভাষণে তার কার্যকালে হাইলাকান্দি জেলা  ব্যাপক উন্নতি করার ফলে জেলার জনসাধারণ, আধিকারিক, কর্মচারী ও সংবাদ মাধ্যম সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নয়া জেলা কমিশনার তার ভাষণে আগামী দিনে সবার সাহায্য সহযোগিতা কামনা করেন।

অভিষেক জৈন হাইলাকান্দির ডিসি-র দায়িত্ব নিলেন
Spread the News
error: Content is protected !!