হাইলাকান্দির জেলা কমিশনার বদলি, আসছেন অভিষেক

বরাক তরঙ্গ, ১৫ জুলাই : তিন বছর পূর্ণ হওয়ার পাঁচদিন আগেই বদলির নির্দেশ পেলেন হাইলাকান্দির জেলা কমিশনার নিসর্গ হিবারে গৌতম। ১৮ জুলাই তাঁর তিন বছর পূর্ণ হওয়ার কথা থাকলেও, তার আগেই তাঁকে মুখ্যমন্ত্রীর কার্যালয়ের সচিব পদে পদোন্নতি দিয়ে স্থানান্তরিত করা হয়েছে।

৩৫ বছর বয়সী, ২০১৫ ব্যাচের আইএএস আধিকারিক নিসর্গ হিবারে গৌতম মহারাষ্ট্রের পুনে শহরের বাসিন্দা। তিনি ২০২২ সালের ১৮ জুলাই হাইলাকান্দির ২৪ তম জেলা কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

হাইলাকান্দির জেলা কমিশনার বদলি, আসছেন অভিষেক

নিসর্গ হিবারের স্থলাভিষিক্ত হচ্ছেন গুজরাটের আহমেদাবাদের বাসিন্দা ৩৯ বছর বয়সী আইএএস অফিসার অভিষেক জৈন। তিনি ২০২০ সালের ব্যাচের আধিকারিক এবং বর্তমানে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। একই পদমর্যাদায় তাঁকে হাইলাকান্দিতে জেলা কমিশনার হিসেবে স্থানান্তর করা হয়েছে। অভিষেক জৈনের পূর্বতন অভিজ্ঞতার মধ্যে রয়েছে চিরাং জেলার বিজনির মহকুমাশাসক পদে দায়িত্ব পালন, বঙাইগাঁও জেলার সহকারী আয়ুক্ত হিসেবে কাজ এবং রাজ্যের অর্থ বিভাগের উপসচিব ও পরে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে ডেপুটি সেক্রেটারি হিসেবে দায়িত্ব। পরবর্তীতে তিনি যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি লাভ করেন। ১৩ জুলাই রাজ্যের পার্সোনেল (এ) বিভাগের কমিশনার ও সচিব এম এস মনিভন্নণের জারি করা এক নির্দেশে এই বদলির বিষয়টি জানানো হয়েছে। যদিও এখনও নিশ্চিতভাবে জানা যায়নি, নতুন জেলা কমিশনার অভিষেক জৈন কবে দায়িত্বভার গ্রহণ করবেন।

Spread the News
error: Content is protected !!