এ ডিভিশন ফুটবল : পাঁচ গোলে জিতল অভিনব ক্লাব

টুর্নামেন্টের প্রথম হ্যাটট্রিক ওয়ানবিয়াঙের_____

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২ জুলাই : পরেশচন্দ্র দাসগুপ্ত স্মৃতি প্রথম বিভাগীয় ফুটবলে মঙ্গলবার একপেশে খেলে জিতলো অভিনব ক্লাব। সতীন্দ্রমোহন দেব মেমোরিয়াল স্টেডিয়ামে টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে তারা হারায় বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবকে। ৫-০ গোলের ব্যবধানে। কর্দমাক্ত মাঠে এদিন ম্যাচের শুরু থেকেই খেই হারিয়ে ফেলেন বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের ফুটবলাররা। ফলে পুরো নব্বই মিনিটে আর তাদের পক্ষে রুখে দাঁড়ানো সম্ভব হয়ে উঠেনি।

ম্যাচের সবে বয়স ১৪ মিনিট। এই সময়ে তাদের তিনকাঠিতে প্রথম গোলের পেরেক ঠুকেন ডেনিস খঙিয়া। এই গোল খেয়ে তেতে উঠার পরিবর্তে বিবেকানন্দের খেলোয়াড়েরা আরো ছন্নছাড়া হয়। বিশেষ করে অভিনব ক্লাবের ফরোয়ার্ডদের আক্রমণে। এই অবস্থায় খেলার প্রথমার্ধে আরো দুই গোল খেয়ে বসে। দ্বিতীয়ার্ধে কিছুটা ধীরস্থির হয়ে খেললেও আরো দুগোল তাদের খাতায় যোগ করে দেয় অভিনব ক্লাব। বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের রক্ষণকে এদিন বেশ বেগ পেতে হয়েছে তাদের প্রতিপক্ষের ফরোয়ার্ড ওয়ানবিয়াং ম্যানারকে আটকাতে গিয়ে। তবুও বেচারা ওয়াংবিয়াং তাদের তিনকাঠির জাল পরপর তিনবার কাঁপিয়ে দিয়ে টুর্নামেন্টের প্রথম হ্যাটট্রিক করার গৌরব অর্জন করে। ওয়ানবিয়াং গোল করেন যথাক্রমে ম্যাচের ৩৯, ৪২ ও ৫৭ মিনিটে। তাদের পঞ্চম গোলটি আসে ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে। ম্যাচের বয়স তখন ৯০ মিনিট। গোলটি আসে পিওস খাসিয়ার পা থেকে।

ম্যাচ পরিচালনায় ছিলেন শঙ্কর ভট্টাচার্য। তাঁকে সহযোগিতা করেন কিশোর ভট্টাচার্য, আশুতোষ রিং ও শৈলেন্দ্র চন্দ্র দাস। আগামীকাল খেলবে কল্লোল সংঘ ও তরুণ সংঘ। এদিন ম্যাচ সেরার পুরস্কার লাভ প্রত্যাশা অনুযায়ী অর্জন করেন ওয়াংবিয়াং। তাঁর হাতে পুরস্কার তুলে প্রাক্তন ফুটবলার অমরজিৎ সিংহ।

Author

Spread the News