অভিজিৎ এন্দোকে স্মৃতিচারণ পেনশনার্স অ্যাসোশিয়েশনের
বরাক তরঙ্গ, ২০ মার্চ : পেনশনার্স অ্যাসোশিয়েশনের অন্যতম সদস্য তথা শিলচর শহরের সুপরিচিত ব্যক্তিত্ব অভিজিৎ এন্দোর স্মৃতিতে মঙ্গলবার শিলচর পেনশনার্স ভবনে এক স্মরণসভা আয়োজন করে পেনশনার্স অ্যসোশিয়েশনের শিলচর শাখা। এতে প্রয়াত অভিজিৎ এন্দোর কর্মময় জীবনের নানা দিক উল্লেখ করে বক্তব্য রাখেন বিভিন্ন বক্তা।
প্রয়াত অভিজিৎ এন্দোর স্ত্রীর হাতে শোকবার্তা প্রদান_____
বুধবার পেনশনার্স অ্যাসোশিয়েশনের সভাপতি রসরাজ দাসের নেতৃত্বে এক প্রতিনিধিদল প্রয়াত অভিজিৎ এন্দোর বাসভবনে গিয়ে তাঁর স্ত্রী বিশিষ্ট সাহিত্যিক অঞ্জু এন্দোর সঙ্গে সাক্ষাৎ করে স্মৃতিচারণ সভায় পাঠ করা শোকবার্তা তাঁর কাছে হস্তান্তর করেন। এদিন রসরাজবাবুর সঙ্গে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার সহসভাপতি অভিজিৎ বিশ্বাস, যুগ্ম সম্পাদক পিনাকপাণি নাথ, কার্যকরী সদস্য অমৃত পাল প্রমুখ।
এদিকে, স্মৃতিচারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে সংস্থার সভাপতি রসরাজ দাস বলেন, জেলা ইন্ডাস্ট্রি সেন্টারের আধিকারিক হিসাবে দক্ষতার সাথে কাজ করে ১৯৯২ সালে সরকারি চাকরি থেকে অবসর নেন অভিজিৎবাবু। চাকরি থেকে অবসর গ্রহণের পর জড়িয়ে পড়েন সামাজিক কাজে। জেলা ক্রীড়া সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য, রাজীব গান্ধী ওপেন ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ডিরেক্টর সহ বিভিন্ন সংস্থার সঙ্গে জড়িত ছিলেন অভিজিৎবাবু। তাঁর মৃত্যু সমাজের জন্য অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেন রসরাজ দাস।