সড়ক দুর্ঘটনায় আহত দক্ষিণকুল গ্রামের আব্দুল আজিজের মৃত্যু

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২ মার্চ : সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত দক্ষিণকুল গ্রামের আব্দুল আজিজের মৃত্যু ঘটল। রবিবার রাতে শিলং নিগ্রিমস হাসপাতালে নেওয়ার পথে মারা যান আজিজ। শুক্রবার সন্ধ্যায় ভাঙ্গার মাছলি সৎসঙ্গ মন্দিরের সামনে অটো এবং ফিস্তা ফোর্ড গাড়ির মধ্যে ভয়ঙ্কর সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয়েছিলেন আব্দুল আজিজ (৩৮) সহ আরও কয়েকজন। দুর্ঘটনায় গুরুতর আহত আজিজকে উদ্ধার করে শ্রীগৌরী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে শিলচরে একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়।

অবশেষে রবিবার আজিজকে নিয়ে শিলং নিগ্রিম হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন পরিবারের লোকরা। রাত সাড়ে আটটায় মেঘালয়ের উমকিয়ান নামক স্থানে পৌঁছার পর আব্দুল আজিজ মৃত্যুর কোলে ঢলে পড়েন। তাঁর পরিবারে রয়েছেন স্ত্রী, তিন ছেলে। 

সড়ক দুর্ঘটনায় আহত দক্ষিণকুল গ্রামের আব্দুল আজিজের মৃত্যু

Author

Spread the News