পুলিশের এনকাউন্টারে নিহত অপহরণকারী জঙ্গি, উদ্ধার ব্যবসায়ী

বরাক তরঙ্গ, ২৩ মার্চ : মেঘালয়ের দাডেঙ্গরিতে পুলিশের এনকাউন্টার। গুলিতে একজন অপহরণকারী জঙ্গি নিহত হল। নিহত অপহরণকারীর নাম রাকসান মারাক

২০ মার্চ, রুভি হুসেন নামে একজন ব্যবসায়ীকে অপহরণ করা হয়। ব্যবসায়ীকে অপহরণ করেছে তিন সশস্ত্র জঙ্গি৷ ব্যবসায়ীর ছেলে রাশিক হুসেন দামাল অসিম থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ রবিবার দাডেঙ্গরিতে অভিযান চালায়৷

পুলিশের এনকাউন্টারে নিহত অপহরণকারী জঙ্গি, উদ্ধার ব্যবসায়ী

অপহরণকারীরা পুলিশের উপর গুলি চালায় পুলিশও পাল্টা গুলি চালায়। পুলিশের গুলিতে দুই জঙ্গি অপহরণকারী আহত হয়েছে। অন্যজন ঘন জঙ্গলের সুযোগ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। আহত দুই জঙ্গির নাম সিংসান মারাক এবং রাকসান মারাক। গুরুতর আহত রাকসান মারাকার তুরা যাওয়ার পথে মারা যান। ব্যবসায়ীকে অপহরণকারীদের হাত থেকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে দেশীয় তৈরি শটগান উদ্ধার করা হয়েছে। একটি ছোট পুমা ব্যাগ এবং একটি ছুরি বাজেয়াপ্ত।  করা হয়েছে৷

পুলিশের এনকাউন্টারে নিহত অপহরণকারী জঙ্গি, উদ্ধার ব্যবসায়ী
Spread the News
error: Content is protected !!