বেঙ্গালুরুতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু কাঁঠালতলির যুবকের

মোহাম্মদ জনি, শ্রীভূমি। 
বরাক তরঙ্গ, ১১ ডিসেম্বর : ব‍েঙ্গালুরু থেকে বাজারিছড়া থানা অধীন কাঁঠালতলির যুবকের নিথর দেহ বাড়িতে পৌঁছল। কাঁঠালতলি এলাকার ছয় নম্বর গ্রামের যুবক গোলাপ কর্মকার রন্ধন গ‍্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত হলে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়ে বছর ১৮ এর গোলাপ।  সেখানকার ডিভি ফাউন্ডেশনের ব‍্যবস্থাপনায় ও স্থানীয় লোকদের সহযোগিতায় মঙ্গলবার রাত ন’টা নাগাদ গোলাপ কর্মকারের কপিনবন্দি মৃতদেহ এসে পৌঁছে নিজ বাড়িতে। গোলাপ কর্মসূত্রে বেঙ্গালুরুতে ছিল।

এদিন রাতেই গোলাপ কর্মকারের অন্তষ্টিক্রিয়া সম্পন্ন হয়। উল্লেখ‍্য, স্থানীয় চুনিলাল কমর্কারের একমাত্র পুত্র গোলাপ কর্মকার কয়েক মাসে আগে কাজের সন্ধানে ব‍েঙ্গালুরুতে পাড়ি দেয়। সেখানকার চান্দাপুরে একটি বেসরকারি কোম্পানিতে কাজে যোগ দেয়। গত ২ ডিসেম্বর রাতে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন সবাই। এদিন গভীর রাতে হঠাৎ গ‍্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে দু’জন ঘটনাস্থলে মারা গেলেও গোলাপ কর্মকারকে আহত অবস্থায় সেখানকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার রাতে আহত গোলাপ কর্মকারের মৃত‍্যু হয় হাসপাতালে। সেই মৃতদেহ বাড়িতে আনার জন‍্য সেখানকার ডিভি ফাউন্ডেশন, পাথারকান্দির বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সহ স্থানীয়রা যথেষ্ট সহযোগিতা করেছেন। এরজন‍্য সবার প্রতি ধন‍্যবাদ জ্ঞাপন করেছেন মৃতের আত্মীয়রা।

বেঙ্গালুরুতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু কাঁঠালতলির যুবকের

Author

Spread the News