বাঁশকান্দিতে হেরোইনসহ ধনিপুরের যুবক গ্রেফতার

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২৯ আগস্ট : কাছাড় জেলার মাদক বিরোধী অভিযানে ফের একবার বড় সাফল্য অর্জন করল পুলিশ। লক্ষীপুর থানার অন্তর্গত বাঁশকান্দি পুলিশ ইনভেস্টিগেশন সেন্টারের সামনে মণিপুর রাজ্য থেকে আসা AS11C7832 নম্বরের একটি মারুতি গাড়ি আটক করে তল্লাশি চালায় পুলিশ।

তল্লাশির সময় গাড়ি থেকে উদ্ধার হয় ৩৫টি সাবান কোস, যার ভেতরে লুকিয়ে রাখা ছিল প্রায় ৪১০ গ্রাম হেরোইন। সঙ্গে সঙ্গেই গ্রেফতার করা হয় ফিরোজ আহমেদ নামের এক সরবরাহকারীকে। জানা গেছে, ফিরোজের বাড়ি সোনাই থানার অন্তর্গত ধনিপুর গ্রামে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া হেরোইনের বাজারমূল্য প্রায় ২ কোটি ৫০ লক্ষ টাকা। এ বিষয়ে কাছাড় জেলার সিনিয়র পুলিশ সুপার নুমল মাহাতো জানান, পার্শ্ববর্তী মণিপুর রাজ্য থেকে এই বিপুল পরিমাণ হেরোইন আনা হয়েছিল এবং কাছাড় জেলার মধ্য দিয়ে তা বাইরের রাজ্যে পাচার করার পরিকল্পনা ছিল।
বর্তমানে ঘটনাটির তদন্ত অব্যাহত রয়েছে।

Spread the News
error: Content is protected !!