বলেশ্বরে সলিলসমাধি প্রৌঢ়ের, কালাইনে বিদ্যুতস্পৃষ্টে মৃত্যু যুবকের

অনিতা পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ৫ জুন : কাটিগড়া কেন্দ্রে দু’টি মর্মান্তিক ঘটনা ঘটল। জলে ডুবে মৃত্যু ঘটল একজনের, আরেকজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন।

জানা যায়, গরু চড়াতে গিয়ে বলেশ্বর নদীতে তলিয়ে যান রকিব আলি নামের এক ব্যক্তি (৬০)। বুধবার নদীর জল থেকে উদ্ধার হল তাঁর মরদেহ। ঘটনাটি সংঘটিত হয়েছে পশ্চিম কাটিগড়ায় মঙ্গলবার বিকেলে। মৃত ব্যক্তির বাড়ি জালালপুর তারাপুর গ্রামে। খবর পেয়ে স্থানীয় লোকরা নদীতে নেমে তল্লাশি করলেও সন্ধ্যা অবদি কোনও হদিশ পাননি। বুধবার সকালে নদী থেকে স্থানীয়রা উদ্ধার করেছেন রকিব আলির মরদেহ।

এদিকে, শোকাবহ এক ঘটনা সংঘটিত হয়েছে কালাইনে। নৌকার বৈঠা বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে মৃত্যু হল যুবকের। বন্যা কবলিত বাড়ি থেকে বাজারে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে বৈদ্যুতিক তারের সংস্পর্শে বেঘোরে প্রাণ হারালেন কালাইনের ভৈরবপুর দ্বিতীয় খণ্ডের। জানা গেছে, মঙ্গলবার বিকেলে লোকসভা নির্বাচনের গণনার শেষ পর্বের খবর নিয়ে ব্যস্ত, তখনই সংঘটিত হয়েছে শোকাবহ অঘটন। এলাকার বাসীদের কাছ থেকে জানা গেছে, ভৈরবপুর দ্বিতীয় খণ্ডের বাসিন্দা নুরুল ইসলাম। বন্যা কবলিত নিজ গৃহ থেকে কালাইন বাজারে যাওয়ার উদ্দ্যেশ্যে রওয়ানা দিয়ে অল্প কিছু দূর যাওয়ার পরই অঘটনের শিকার হন তিনি। মাঝপথেই অসাবধানতাবশত, নৌকার বৈঠা বৈদ্যুতিক তারের মধ্যে আংশিক স্পর্শ হয়ে যায়। এতে বিদ্যুত স্পৃষ্ট হয়ে গুরুতর জখম হন নুরুল ইসলাম। এলাকাবাসীরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কালাইন সিএইচসি-তে নিয়ে যান। কিন্তু শেষ রক্ষা হয়নি। মৃত্যুর কোলে ঢলে পড়েন নুরুল ইসলাম। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে কালাইন পুলিশকে খবর দিলে পুলিশ নুরুলের মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে প্রেরণ করে। ময়নাতদন্তের পর বুধবার নুরুল ইসলামের মরদেহ ভৈরবপুরস্থিত বাড়িতে পৌঁছালে এক শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়।

Author

Spread the News