পথকুকুরের আক্রমণে মৃত্যু যুবকের

বরাক তরঙ্গ, ২০ নভেম্বর : মর্মান্তিক ঘটনা ঘটল। পথ কুকুরের আক্রমণে এক ব্যক্তি প্রাণ হারালেন। নিহতের নাম ইসলাম উদ্দিন লস্কর (২৮) ঘটনাটি যোরহাটের গোঁহাই টেকেলা গ্রামের।

সূত্রের মতে, হামলাটি প্রধান সড়কে ঘটে এবং লস্করকে গুরুকুল স্কুলের সামনে এক ঝাঁক পথকুকুর আক্রমণ  রাস্তায় অজ্ঞান করে ফেলে। পরদিন সকালে স্থানীয়রা তাকে দেখতে পান এবং চিকিৎসার জন্য যোরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান।

দুর্ভাগ্যবশত, চিকিৎসা প্রচেষ্টা সত্ত্বেও, লস্কর মঙ্গলবার রাতে মারা যান। গোঁহাই টেকেলা গ্রামের বাসিন্দারা জানান, বিশেষ করে গুরুকুল স্কুল এলাকায় রাস্তার কুকুরের সংখ্যা দ্রুত বাড়ছে এবং এর ফলে সাম্প্রতিক সময়ে একাধিক হামলার ঘটনা ঘটেছে।

পথকুকুরের আক্রমণে মৃত্যু যুবকের
Spread the News
error: Content is protected !!