ইজরায়েলের সঙ্গে সম্পর্ক, প্রতিবাদে জর্ডনে আত্মঘাতী যুবক

৯ জুন : জর্ডনে সরকারি ভবনের সামনে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী এক যুবক। গাজায় গণহত্যা চালানো সত্ত্বেও ইজরায়েলের সঙ্গে জর্ডন স্বাভাবিক সম্পর্ক রেখেছে। এই সিদ্ধান্তের প্রতিবাদেই গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হন ওই যুবক। বৃহস্পতিবার রাতে দক্ষিণ জর্ডনের শহর আকাবায় একটি সরকারি ভবনের বাইরে ওই যুবক নিজের গায়ে আগুন ধরিয়ে দেন। জানা গেছে, গাজায় চলমান হামলায় ইজরায়েলি বাহিনীকে সাহায্য করায় সরকারের বিরুদ্ধে গত কয়েকদিন ধরেই ক্ষোভ দেখাচ্ছিলেন ওই যুবক।

শুক্রবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওয় দেখা যায়, আকাবা শহরের রাজপ্রাসাদের সামনে এক যুবক গায়ে আগুন দিচ্ছেন। এক নিরাপত্তা রক্ষীকে আগুনে জ্বলতে থাকা যুবকের উপর গুলি চালাতে দেখা যায়। গুরুতর অবস্থায় ওই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি।

Author

Spread the News