বাইকের ধাক্কায় সলগইয়ে হত মহিলা, গুরুতর আহত শিশু
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১৭ সেপ্টেম্বর : মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে সড়ক পার হওয়ার সময় বাইকের ধাক্কায় প্রাণ হারালেন এক মহিলা। গুরুতর আহত হয়েছে এক শিশু কন্যাও। দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিশ্বকর্মা পুজোর দুপুরে পাথারকান্দির সলগইয়ে।
জানা গেছে, এদিন বাজারিছড়া থানা অধীন হাতিখিরা জিপির সলগই নাচঘর এলাকার বাসিন্দা বছর ৫৫ এর জ্যোতি দুষাদ তিন বছরের নাতনিকে সঙ্গে নিয়ে বাড়ির পাশে কালী মন্দিরে পুজো দিতে বের হন। একহাতে পুজোর ডালি ও অপর হাতে নাতনিকে নিয়ে বাড়ির পূর্ব প্রান্তের ৮ নম্বর জাতীয় সড়ক পার হওয়ার সময় লোয়াইরপোয়া থেকে শনবিলগামী এএস ১০ জি ০৬১২ নম্বরের বাইক জ্যোতি ও তার নাতনিকে অর্তকিতে ধাক্কা মেরে সড়কে ফেলে দেয়। এতে জ্যোতি ও তাঁর নাতনি পুচকি দুষাদ সড়কে ছিটকে পড়ে রক্তালুপ্ত হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা এগিয়ে গিয়ে আহতদের উদ্ধার করে প্রথমে পাথারকান্দি ও পরে করিমগঞ্জ সিভিল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসারত অবস্থায় প্রাণ হারান জ্যোতি। তবে আহত শিশু কন্যাটি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে। তার একটি পা ভাঙ্গার খবর পাওয়া গেছে। ঘটনার পর বাজারিছড়া পুলিশ তদন্তে নেমে ঘাতক বাইক সহ চালক ও আরোহীকে আটক করে থানায় নিয়ে যায়।
মৃত মহিলার তিন ছেলে সহ এক মেয়ে সন্তান রয়েছে। অসহায় এই পরিবারকে সরকারি সহায়তা পাইয়ে দিতে স্থানীয়রা সিও ডিসি ও বিধায়কের হস্তক্ষেপ কামনা করেছেন।