দুই বছরের শিশুকে সুটকেসে ভরে ভ্রমণ, গ্রেফতার মহিলা

৪ আগস্ট : সুটকেসের মধ্যে ভরে নিয়ে যাওয়া হচ্ছিল এক শিশুকে। বাসে ভ্রমণ করার সময়ে একটি সুটকেসে ২ বছর বয়সি শিশুটিকে নিয়ে যাচ্ছিলেন এক মহিলা। এই অভিযোগে রবিবার গ্রেপ্তার করা হয়েছে ওই মহিলাকে। নিউজিল্যান্ডের ঘটনা।

এএফপি এবং বিবিসির প্রতিবেদন অনুসারে, এই ঘটনা ঘটেছে অকল্যান্ড থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরে অবস্থিত কাইওয়াকা নামের একটি ছোট শহরে। জানা গিয়েছে, লাগেজগুলো বাসের যাত্রীদের নীচে, আলাদা বগিতে রাখা হয়েছিল। একটি স্টপেজে বাসটি থামার সময় ওই সুটকেসের দিকে নজর যায় বাসচালকের। তিনি লক্ষ্য করেন যে সুটকেসটি নড়ছে। তা দেখেই সন্দেহ হয় তাঁর। তার পরেই কাইওয়াকার বাস ডিপোতে ডেকে পাঠানো হয় পুলিশকে।

সেখানকার পুলিশ জানিয়েছে, ওই সুটকেসটি খোলার পরেই ২ বছর বয়সি একটি মেয়েকে দেখতে পান বাসের চালক। তিনি জানিয়েছেন, ওই শিশুটির শরীর কিছুটা গরম ছিল। তবে তার শরীরে অন্য কোনও আঘাতের চিহ্ন ছিল না। বেশিক্ষণ ওই অবস্থায় থাকলে শিশুর বড় ক্ষতি হতে পারত বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

হ্যারিসন জানান, ওই মেয়েটি হাসপাতালে ভর্তি রয়েছে । সেখানে তার চিকিৎসা চলছে। সেই সঙ্গেই গ্রেপ্তার করা হয়েছে ওই মহিলাকে। যদিও, ওই মহিলার সঙ্গে শিশুটির কী সম্পর্ক তা পুলিশের তরফে জানানো হয়নি। আজ সোমবার ওই মহিলাকে নর্থ সোর জেলা আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।

গোয়েন্দা পরিদর্শক সায়মন হ্যারিসন জানিয়েছেন, ওই নারীকে শিশুর প্রতি অমানবিক আচরণ ও অবহেলার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

এই ঘটনায় আরো অভিযোগ আনা হতে পারে জানিয়ে গোয়েন্দা পরিদর্শন আরো বলেন, নিউজিল্যান্ডের শিশু কল্যাণ দপ্তর ওরাঙ্গা তামারিকিকে বিষয়টি জানানো হয়েছে।

Spread the News
error: Content is protected !!