জিরিঘাট থেকে আরেক ভুয়া চিকিৎসক গ্রেফতার, জেলায় মোট ৮ জন
বরাক তরঙ্গ, ১১ সেপ্টেম্বর : মানুষের জীবন নিয়ে খেলা করার লোকের সংখ্যা অর্থাৎ ভুয়া চিকিৎসকের ক্রমশ বেড়েই চলেছে। বড়খলার পর জিরিঘাট অঞ্চলে থেকে রাধেশ্যাম রবিদাস নামে এক ভুয়া চিকিৎসককে আটক করা হয়। মেডিক্যাল কলেজের ভুয়া এমবিবিএস ডিগ্রি ব্যবহার করে রবিদাস দীর্ঘদিন ধরে চিকিৎসা দিয়ে আসছিলেন।
এ দিকে, বড়খলার একটি ফার্মেসি থেকে নিহার হোসেন মাঝারভূইয়া নামে ওই ভুয়া চিকিৎসককে আটক করা হয়। অভিযোগ, বেঙ্গালুরুর একটি মেডিক্যাল কলেজের ভুয়া এমবিবিএস ডিগ্রি ব্যবহার করে তিনি দীর্ঘদিন ধরে চিকিৎসা দিয়ে আসছিলেন।
বুধবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় ফার্মেসি থেকে বহু ভুয়া নথিও উদ্ধার করা হয়। পরবর্তীতে মাঝারভূইয়াকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার সিনিয়র পুলিশ সুপার নুমাল মাহাতো জানান, গোপন তথ্যের ভিত্তিতে কাছাড় পুলিশ অভিযান চালিয়ে কাছাড় জেলার জিরিঘাট ও বড়খলা থেকে ভুয়া দুই চিকিৎসকে গ্রেফতার করা হয়। এসময় ফার্মেসি থেকে বহু ভুয়া নথিও উদ্ধার করা হয়েছে। সিনিয়র পুলিশ সুপার জানান, শিলচরে দু’টি ভুয়া এজেন্সি থেকে ভুয়া এমবিবিএস ডিগ্রি প্রদান করে। এই দুই ভুয়া এজেন্সির বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে। তিনি আরও জানান কাছাড় জেলায় মোট ৮ জন ভুয়া চিকিৎসককে আটক করা হয়েছে।
তাছাড়া ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে কাছাড় পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সিনিয়র পুলিশ সুপার।

