হাইলাকান্দি জেলা পরিষদে মোট ৬৮ জনের মনোনয়নপত্র জমা
জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ১১ এপ্রিল : শুক্রবার ৪৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ার আট আসন বিশিষ্ট হাইলাকান্দি জেলা পরিষদের নির্বাচনে মোট ৬৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার ৪টি আসনের জন্য ১৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। নারাইনপুর-বন্দুকমারা আসনে শুক্রবার ১৩ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দেওয়ায় এই আসনে মোট ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেন। আলগাপুর-কাঞ্চনপুর আসনে শুক্রবার আরও ৮জন মনোনয়নপত্র জমা দেওয়ায় এই আসনে ১৬ জন মনোনয়পত্র জমা দিলেন। শুক্রবার কালীনগর-পাইকান আসনে মোট ৪ জন এবং উমেদনগর-রাজ্যেশ্বরপুর আসনে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বরুণছড়া-ধলছড়া আসনে ৪ জন এবং কাটলিছড়া- বাগছড়া আসনে দুইজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া রামচণ্ডী-নিমাইচান্দপুরে শুক্রবার ৯ জন মনোনয়নপত্র জমা দেওয়ায় এই আসনে গতকালের পাঁচ জন প্রার্থী সহ মোট প্রার্থী হলেন ১৪ জন।
এছাড়া জামিরা-সাহাবাদের শুক্রবার আরও ৫ জন তাদের মনোনয়নপত্র জমা দেওয়ায় এই আসনে মোট ৬ জন মনোনয়নপত্র দাখিল করলেন। পাঁচটি আঞ্চলিক পঞ্চায়েতের ক্ষেত্রে ৬২ জন আঞ্চলিক পঞ্চায়েত নির্বাচন করতে জেলা জুড়ে ২৮৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে হাইলাকান্দি আঞ্চলিক পঞ্চায়েতে (এপি)তে ৬৭ জন, আলগাপুর এপিতে ১০০ জন, লালায় ৮০ জন, কাটলিছড়ায় ২৪ জন এবং দক্ষিণ হাইলাকান্দি এপিতে ১৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এ দিকে, ৬২০টি পঞ্চায়েত সদস্য পদে মোট ২০৮১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। হাইলাকান্দি এপির গ্রাম পঞ্চায়েতগুলিতে ৪৩১ জন, আলগাপুরের গ্রাম পঞ্চায়েতগুলিতে ৭৪৮ জন, লালায় ৫০০ জন, কাটলিছড়ায় ২৫২ জন এবং দক্ষিণ হাইলাকান্দির গ্রাম পঞ্চায়েতগুলিতে ১৫০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র গুলি আগামীকাল শনিবার দিন পরীক্ষা করা হবে।
