বদরপুর সহচরীতে ভয়াবহ অগ্নিকাণ্ড
বরাক তরঙ্গ, ১ ডিসেম্বর : সাতসকালে বদরপুর চৌমাথাস্থিত সহচরীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভয়াবহ এই ঘটনায় সহচরীর প্রথম তলায় ও দ্বিতীয় তলায় আগুন ধরে ভেতরে থাকা সামগ্রী সহ বহু টাকার চাল পুড়ে ছাই হয়ে গেছে। অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা।
রবিবার সকাল ৭টা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের চিৎকার শুনে আশপাশের লোকজন জড়ো হন। সঙ্গে সঙ্গেই বদরপুর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। বদরপুর ফায়ার সার্ভিসের, কাটিগড়া ও হাইলাকান্দি ফায়ার সার্ভিসের তৎপরতায় এবং স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ জানা যায়নি।