শিলচর হাসপাতাল রোডে দিনদুপুরে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড

পুড়ে ছাই সিপিএম কার্যালয় সহ ব্যবসায়ীক প্রতিষ্ঠান ও বসতঘর

এস চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ৪ ডিসেম্বর : শিলচর হাসপাতাল রোডে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। বুধবার বেলা ২টা নাগাদ এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনাটি সংঘটিত হয়। আগুনের লেলিহানে একটি ফার্মাসি, রঙের দোকান ও সিপিএম কার্যালয় সহ পেছনে থাকা বেশ কয়টি বসতঘর ছাই করে দেয়।

শিলচর হাসপাতাল রোডে দিনদুপুরে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড

অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে দমকল বাহিনীর মোট ৮টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছলেও আগুন নিয়ন্ত্রণ করতে বেশ বেগ পেতে হয়েছে। এদিকে, দমকল ইঞ্জিন গুলোতে থাকা জলের পাইপ ফাটা থাকায় আগুন নিভাতে অনেক সমস্যার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এতে জনগণের মধ্যে দমকল বাহিনীর ভূমিকায় নিয়ে ক্ষোভ পরিলক্ষিত হয়। এ নিয়ে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন শহরবাসী।

শিলচর হাসপাতাল রোডে দিনদুপুরে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড

ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ইলেক্ট্রিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার নোমাল মাহাতো, অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন ও সদর থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

শিলচর হাসপাতাল রোডে দিনদুপুরে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড

Author

Spread the News