সেতুর রেলিং ভেঙে নদীতে বাহন, মৃত্যু কিশোরের
বরাক তরঙ্গ, ১৬ ডিসেম্বর : ডিব্রুগড়ের লাহোওয়ালে এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল। একটি বিলাসবহুল বাহন সেতু থেকে নদীতে পড়ে মৃত্যু ঘটল এক কিশোরের। নিহত কিশোর গাড়ির ভেতরে আটকা পড়েছিলেন। মৃত কিশোরের নাম ঈশান গগৈ। এ ছাড়াও বাহন থেকে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে অসম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, গাড়িটি বিয়ে বাড়ি থেকে ফেরার সময় দুর্ঘটনাটি ঘটে। কনে অর্থাৎ বোনের সঙ্গে স্বামীর বাড়ি তেঙ্গাখটের তমুলিখাটে গিয়েছিলেন ভাই ঈশান। ফেরার সময় সেতুর রেলিং ভেঙে চেঁচা নদীতে পড়ে যায় বাহনটি। ঘটনাটি সংঘটিত হয় রবিবার শেষরাতে। বর্তমানে, পুলিশ ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে।