বক্রিহাওয়রে ডাকাতি, গৃহকর্তাকে দায়ের কোপ, পাকড়াও এক ডাকাত

বরাক তরঙ্গ, ২৩ জুলাই : পাঁচগ্ৰাম থানা অধীন বক্রিহাওয়র বারোনামিতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছে। বরাতজুরে ডাকাতের খপ্পর থেকে প্রাণে বাঁচলেন গৃহকর্তা আব্দুল হক (৩৫)। ঘটনাটি ঘটেছে বুধবার শেষরাতে আনুমানিক তিনটে থেকে সাড়ে তিনটায়। জানা যায়, বক্রিহাওয়র অষ্টম খণ্ড (বারোনামি) গ্ৰামের দিনমজুর আব্দুল হক ও এনাম উদ্দিনের বাড়িতে আনুমানিক তিনজনের একদল ডাকাত প্রবেশ করে পিছনের দরজা ভেঙে ঘরে ঢুকে সোনা, রূপা, নগদ অর্থ নিয়ে চম্পট দেয়।

ডাকাতের দল বাড়ির সামনে থাকা এনাম উদ্দিনের গালামাল সহ কাপড়ের দোকানে হানা দেয়। দোকান থেকে ও মূল্যবান সামগ্রী সহ বেশকিছু জিনিস গুছিয়ে নেওয়ার সময় গৃহকর্তা আব্দুল হক ঘুম থেকে জেগে দেখে ফেলেন। এতে আব্দুল হকের সঙ্গে ডাকাতদের ধস্তাধস্তি হয়। এই সময় ডাকাতের মধ্যে একজন আব্দুল হকের গায়ে দাড়ালো অস্ত্র দিয়ে কুপ বসিয়ে দেয় এবং গলায় ছুরি লাগিয়ে তাকে প্রাণে মারার চেষ্টা করেছিল। সেই সময় সেখান থেকে ডাকাতদের হাত থেকে ভাগ্যের জুরে প্রাণে বাঁচলেন আব্দুল হক। তার চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশিরা দৌড়ে এসে উদ্ধার করেন এবং ডাকাতদের মধ্যে একজনকে হাতেনাতে ধরে ফেলেন। ধৃত ডাকাতের সঙ্গীরা পালিয়ে যায়।

বক্রিহাওয়রে ডাকাতি, গৃহকর্তাকে দায়ের কোপ, পাকড়াও এক ডাকাত
ধৃত ডাকাত।

প্রতিবেশীরা পাঁচগ্ৰাম থানা খবর দেন এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে উদ্ধারকৃত আব্দুল হককে আলগাপুর মডেল হাসপাতালে পুলিশ সহ যুগে প্রেরণ করা হয়েছে। ঘটনার বিবরণে আরও জানা‌ যায় ডাকাতরা আরও একাধিক বাড়িতে হানা দেওয়ার চেষ্টা করেছিল। ধৃত ডাকাতের নাম না জানা গেলেও স্থানীয় মানুষের জেরায় একাধিক বাড়ির ঠিকানা দিয়েছে এংলারবাজার, পূর্ব ছামালা।  বক্রিহাওয়র বারোনামির ঘটনায় ডাকাতরা কেন একজন দিনমজুরের বাড়িতে হানা দিয়েছিল প্রশ্ন উঠেছে।

বক্রিহাওয়রে ডাকাতি, গৃহকর্তাকে দায়ের কোপ, পাকড়াও এক ডাকাত
Spread the News
error: Content is protected !!