চারমিনারের কাছে একটি বহুতলে অগ্নিকাণ্ড, বহু মানুষের মৃত্যু

১৮ মে : হায়দরাবাদের চারমিনারের কাছে একটি বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনায় বহু মানুষের মৃত্যু। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর অন্তত আটজনের মৃত্যু হয়েছে। যদিও বেশকিছু সংবাদ সংস্থা সূত্রে খবর, অগ্নিকাণ্ডের কারণে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। বহুতল থেকে উদ্ধার করা হয়েছে অন্তত ১৫জনকে। এখনও ভিতরে আটকে বহু। চলছে উদ্ধারকার্য। এ ঘটনাটি ঘটেছে রবিবার সকালে।

দমকল বিভাগের তরফ থেকে জানানো হয়েছে, সকাল সাড়ে ছ’ টা নাগাদ তারা অগ্নিকাণ্ডের খবর পান। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১১টি ইঞ্জিন। চারমিনারের গুলজার হাউসের নিচে বেশকিছু স্বর্ণ-গহনার দোকান ছিল। বহুতলের উপরে তাদের পরিবারের সদস্যরা থাকতেন।

সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে দুই শিশু এবং দুই মহিলা সহ মৃতের সংখ্যা বহু। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী এবং তেলেঙ্গানার বিজেপি প্রধান জি কিষাণ রেড্ডি এবং তেলেঙ্গানার মন্ত্রী পুন্নম প্রভাকর পৌঁছেছেন ঘটনাস্থলে।

চারমিনারের কাছে একটি বহুতলে অগ্নিকাণ্ড, বহু মানুষের মৃত্যু
Spread the News
error: Content is protected !!