কাংপোকপিতে আসাম রাইফেলসের অস্থায়ী ঘাঁটিতে আগুন জনতার

বরাক তরঙ্গ, ১৩ জানুয়ারি : আসাম রাইফেলসের একটি অস্থায়ী ঘাঁটিতে ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দিলো উত্তেজিত জনতা। ঘটনাটি ঘটেছে মণিপুরের কাংপোকপি জেলার গেলজাং মহকুমায়। জনতার অভিযোগ, আসাম রাইফেলস তল্লাশির নামে হেনস্থা করছে স্থানীয় বাসিন্দাদের। তবে স্থানীয় সূত্রের খবর, হংবেং এলাকার নাগা জনগোষ্ঠী অধ্যুষিত এলাকায় বাড়ি তৈরির জন্য বেআইনিভাবে কাঠ কেটে নিয়ে যাচ্ছিলেন কয়েকজন। কাঠবোঝাই গাড়িটি আসাম রাইফেলসের জওয়ানেরা আটকালে অশান্তির সূত্রপাত। উত্তেজিত জনতা আসাম রাইফেলস-এর অস্থায়ী ক্যাম্পে হামলা চালায়। জিনিসপত্র ভাঙচুর করার পাশাপাশি আগুন ধরিয়ে দেয় তারা। এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

কাংপোকপিতে আসাম রাইফেলসের অস্থায়ী ঘাঁটিতে আগুন জনতার

অশান্তির ও হামলার কিছুক্ষণের মধ্যেই মণিপুরের কাংপোকপি জেলার গেলজাং মহকুমার বেশ কিছু অংশে শনিবার থেকে কার্ফু জারি করা হয়েছে। জেলা প্রশাসন সাফ জানিয়ে দিয়েছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কার্ফু কোনোভাবে শিথিল করা যাবে না। আসাম রাইফেলসের ওপর হামলার ঘটনায় এই কার্ফু কিনা, তা খোলসা করে বলেননি জেলা প্রশাসনের কেউই। শুধুমাত্র জানিয়ে দেওয়া হয়েছে, জীবন ও সম্পত্তির নিরাপত্তার জন্যেই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন। ঘটনার পরই সিআরপিএফ আধিকারিদের সঙ্গে বৈঠকে বসেছিলেন রাজ্যপাল অজয় কুমার ভাল্লা। ঘটনার পুরো রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন তিনি।

কাংপোকপিতে আসাম রাইফেলসের অস্থায়ী ঘাঁটিতে আগুন জনতার
Spread the News
error: Content is protected !!