নিউ শিলচর এলাকার ৩০ নম্বর ওয়ার্ডের জমাজলের সমস্যার নিরসনের দাবিতে এক স্মারকপত্র
দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৬ আগস্ট : নিউ শিলচর এলাকার শিলচর পুর নিগমের অধীনে পড়া ৩০ ওয়ার্ডের অন্তর্ভুক্ত ড্রেনেজ ব্যবস্থার উন্নতি ও জলাবদ্ধতার নিরসনের জন্য শিলচর পুর নিগমের ভারপ্রাপ্ত নির্বাহী আধিকারিক নরোত্তম শর্মা সঙ্গে দেখা করে ৩০ নম্বর ওয়ার্ডের ডাঃ সুন্দরী মোহন রোড থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত আবুল কালাম রোড হয়ে ভোলাগিরি আশ্রম রোড, শহিদ তরুণী রোড—মসজিদ রোড হয়ে রাঙ্গিরখাল পর্যন্ত, ডিভিডি লেন ল্যান থেকে কৃষ্ণচরণ পাঠশালা হয়ে পশ্চিম কৃষ্ণ চরন দুধ পর্যন্ত রাস্তা পারপারে কালভার্ট, তরুণী রোড বাই লেন, জয় দুর্গা কলোনি থেকে বিশ্বনাথ কলোনি হয় রাঙ্গিরখাল, পশ্চিম কৃষ্ণ চরণ লেন থেকে দাস কলোনি রাস্তা পারাপার কালভার্ট, বিবিডি লেন থেকে কৃষ্ণচরণ পাঠশালা হয়ে পশ্চিম কৃষ্ণচরণ রোড পর্যন্ত যেখানে রোড ক্রসিং আরসিসি ড্রেনের প্রয়োজন। এবং ৩৪ নম্বর ওয়ার্ডের দাস কলোনি থেকে রাস্তার পারাপার আরসিসি ড্রেন, হরিজন পল্লী কালভার্ট হয়ে লংগাই খাল–যেখানে ট্রেন পুনঃনির্মাণ প্রয়োজন এবং তার উচ্চতা ও গভীরতা বৃদ্ধি করা জরুরী।
এই এলাকাগুলোতে জলবদ্ধতার কারণ হল সঠিক ড্রেনেজ ব্যবস্থার অভাব, বিদ্যবান ড্রেনগুলোর রুদ্ধতা এবং অনেক স্থানে তা বন্ধ বা বন্ধ হয়ে যাওয়া। এই সমস্যাগুলোর জন্য নিরসনের জন্য উল্লেখিত স্থানগুলোতে রোড ক্রসিং ট্রেন পুনর্নির্মাণ এবং এর উচ্চতা ও গভীরতা বৃদ্ধি করা, বিদ্যমান ড্রেনের প্রতিবন্ধকতা অপসারণ, বিদ্যবান ড্রেইনের বন্ধ ও প্রতিবন্ধকতা দূর করা। নতুন ড্রেন নির্মাণ ও যেসব স্থানে ড্রেন নেই সেখানে নতুন ড্রেইন নির্মাণ করে দেওয়ার জন্য অনুরোধ জানান স্থানীয় সমাজকর্মী লিপিকা রায়।এই জমা জলের বিষয়গুলো নিয়ে দীর্ঘসময় বিশদভাবে আলোচনাও করেন শিলচর পৌর নিগমের ভারপ্রাপ্ত নির্বাহী আধিকারিক নরোত্তম শর্মা মহাশয়ের সঙ্গে এবং তিনি আশ্বাস এই উল্লেখিত বিষয়গুলো নিয়ে তিনি সরজমিনে গিয়ে খতিয়ে দেখে সমস্যা নিরসনের জন্য যথাসাধ্য চেষ্টা করবেন বলে আশ্বাস দেন। এদিন সমাজকর্মী লিপিকা রায়ের সঙ্গে ছিলেন কাজল রায়, বাসুদেব সাহা, সায়ন দেব, রত্না হালদার, নিশি দাশগুপ্ত, ধনঞ্জয় মালাকার, জয়দীপ রায় প্রমুখ।