তীর ধসে মাটির সঙ্গে নদীতে তলিয়ে গেলেন এক ব্যক্তি পাঁচগ্রামে
বরাক তরঙ্গ, ২৯ সেপ্টেম্বর : দুর্গোৎসবের মহাসপ্তমীর সাতসকালে হৃদয়বিদারক ঘটনা ঘটল পাঁচগ্রামে। নদীর তীর ধসে উপরে পড়লে মাটির সঙ্গে নদীতে তলিয়ে যান। সোমবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। জানা যায়, বছর ৪৫ এর বিপুল দাস নামে এক মৎসজীবী নৌকা বাঁচাতে গিয়ে তলিয়ে যান। রবিবার নদীর পারে নৌকা রেখে গিয়েছিলেন। পার ধসে নৌকার উপর পড়ছে শোনে তিনি নৌকাটি সরাতে এসেছিলেন। নৌকা সরানোর সময় পার ধসে তাঁর ওপর পড়ে যায়। তিনি মাটির সঙ্গে বরাকে তলিয়ে যান।
খরব পেয়ে আরও লোকজন জমায়েত হন। পরে পাঁচগ্রাম পুলিশে খবর দিলে পুলিশ এসডিআরএফ বাহিনীকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে। এরপর এসডিআরএফ বাহিনী তল্লাশি শুরু করে।