চুরাইবাড়ি চেকপোস্টে বিপুল পরিমাণ কফ সিরাপ বাজেয়াপ্ত, ত্রিপুরার যুবক গ্রেফতার

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২৮ আগস্ট : অসম-ত্রিপুরা সীমান্ত আবারও মাদক চোরাচালানের রুট হিসেবে চিহ্নিত হল। দু’দিনের মাথায় ফের শ্রীভূমি জেলা পাথারকান্দির বাজারিছড়া থানা অধীন চুরাইবাড়ি ওয়াচ পোস্টে পুলিশের অভিযানে ধরা পড়েছে বিপুল পরিমার জাতীয় কফ সিরাফ সহ এক পাচারকারী। বৃহস্পতিবার বিকেলে চুরাইবাড়ি চেকপোস্টে পুলিশের তৎপরতায় বিপুল পরিমাণ নেশাজাতীয় কফ সিরাপ বাজেয়াপ্ত করা হয়। ঘটনায় জড়িত সন্দেহে ত্রিপুরার এক যুবককে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে চুরাইবাড়ি ওয়াচ পোস্টে চেকিং পোস্টে কর্তব্যরত পুলিশ কর্মীরা অসম সীমান্ত পেরিয়ে ত্রিপুরা সীমান্ত প্রবেশের মুখে একটি গাড়ি আটক করা হয়। আইসি প্রণব মিলির নেতৃত্বে গাড়িতে ব্যাপক তল্লাশি চালায় পুলিশকর্মীরা। এতে পুলিশের চোখে পড়ে কয়েকটি ড্রাম। সেগুলো খুলে দেখা যায় ভেতরে রয়েছে কফ সিরাপ কোডিন ফসফেট (ব্র্যান্ড নাম – ESKUF)। উদ্ধার হওয়া কফ সিরাফ বর্তি ড্রামের সংখ্যা মোট ২১টি, আর প্রতিটি ড্রামে ছিল ৩০টি করে কফ সিরাফের বোতল। সব মিলিয়ে বাজেয়াপ্ত হয়েছে ৭০০ বোতল। সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলেই গাড়ি থেকে আটক করা হয় ত্রিপুরার বাসিন্দা উৎপল রায়কে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে কীভাবে ও কোথা থেকে এই কফ সিরাপ সংগ্রহ করেছে এবং কোথায় পাচার করার পরিকল্পনা করেছিল, তা জানার চেষ্টা করছে পুলিশ। এসংবাদ সংগ্রহ পর্যন্ত ধৃতকে পুলিশ থানায় আটকে রেখে টানা জিজ্ঞেসাবাদ চালিয়ে যাচ্ছে বলে খবর পাওয়া গেছে।

Spread the News
error: Content is protected !!