ভাষা শহিদ দিবস সামনে রেখে শিলচরে বিশাল পদযাত্রা

বরাক তরঙ্গ, ১৫ মে : ১৯শে মে ভাষা শহিদ দিবস সামনে রেখে শিলচরে বিশাল পদযাত্রা আয়োজন করা হয়। বুধবার শিলচরে ১৯শে মে ভাষা শহিদ দিবস সামনে রেখে এক ঐতিহাসিক পদযাত্রা বের হয়। বরাক উপত্যকায় তিন জেলার  বিভিন্ন ভাষাগোষ্ঠীর মানুষ মিছিলে পা মেলান। ঐক্য এবং সৌভ্রাতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে এ মিছিলে শামিল হয়েছেন ১০০ টিরও বেশি সংগঠনের সদস্যরা। এছাড়া ছাড়া স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরা অংশ গ্রহণ করেন।

শিলচর, করিমগঞ্জ ও হাইলাকান্দিতে শহিদদের আত্মত্যাগের মর্যাদাকে সম্মান জানাতে এই পদযাত্রায় আয়োজন করা হয়েছে। শিলচরে রাঙ্গিরখাড়ি পয়েন্টে নেতাজি মূর্তি সামনে থেকে এই মিছিল শুরু হয়ে তারাপুর ভাষা শহিদ রেল স্টেশনে গিয়ে সমাপ্ত হয়েছে। মাতৃভাষা ও প্রতিটি ভাষার মর্যাদা রক্ষায় ক্ষেত্রে এই পদযাত্রা আয়োজন করা হয়েছে।

ভাষা শহিদ দিবস সামনে রেখে শিলচরে বিশাল পদযাত্রা

সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আয়োজকরা জানান মাতৃভাষার সম্মান রক্ষায় তারা এই পদযাত্রায় আয়োজন করা হয়েছে।উনিশের চেতনাকে সামনে রেখে এই মিছিল মানুষকে ঐক্যসূত্রে বাঁধবে এই আশা রেখে প্রতিটি ভাষা প্রেমী মানুষকে এই মিছিলে যোগদান করেছেন।

Author

Spread the News