জলাশয় থেকে দম্পতিকে জীবন্ত উদ্ধার, ডুবে গেল চার চাকার বাহন
মোহাম্মদ, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২ আগস্ট : নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে জলাশয়ে পড়ে ডুবে গেল চার চাকার বাহন এক্সপ্রেসো গাড়ি। তবে জীবিত উদ্ধার করা হল যাত্রীদের। শুক্রবার বিকেলে দুর্ঘটনাটি সংঘটিত হয় অসম-ত্রিপুরা ৮ নং জাতীয় সড়কে করিমগঞ্জ শহর সংলগ্ন পুয়ামারায়।
জানা গেছে, এ দিন বিকাল অনুমানক ৪টা নাগাদ অসম-ত্রিপুরা জাতীয় ধরে ত্রিপুরা থেকে করিমগঞ্জের দিকে যাওয়ার পথে একটি কালো রঙ্গের বাহন পুয়ামারা আরসিসি সেতু সামনে পৌঁছলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সেতু ও জাতীয় সড়কে পাশে থাকা জলাশয়ে ছিটকে পড়ে। এমন দৃশ্য দেখে স্থানীয়রা সঙ্গে সঙ্গে জলে নেমে সাতার কেটে ডুবে যাওয়া অল্টো গাড়ির ভেতর থেকে অক্ষত অবস্থা চালক রমন জেরিয়াং ও রসন তেরিয়াং নামে এক মহিলাকে উদ্ধার করে উপরে নিয়ে আসেন। দু’জন স্বামী-স্ত্রী। তাঁরা ত্রিপুরা থেকে শিলচর যাচ্ছিলেন বলেন জানান রমন।
খবর পাঠানো হয় করিমগঞ্জ এসডিআরএফ সহ পুলিশকে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনা স্থলে উপস্থিত হয়ে জলে ডুবে যাওয়া গাড়ি উদ্ধারের জন্য তল্লাশি অভিযানে নেমে পড়ে এসডিআরএফ বাহিনী। প্রায় দু’ঘন্টা তল্লাশির পর উদ্ধার হয় গাড়ি।