চরগোলায় দু’টি লরির মুখোমুখি, প্রাণ গেল এক চালকের
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ৯ জুন : করিমগঞ্জের চরগোলায় ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল। শনিবার রাতে দু’টি লরির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন এক লরি চালক। জানা গেছে, রাত আনুমানিক ২-৩০ মিনিটের সময় দু’টি লরির মুখোমুখি সংঘর্ষে এক বিকট শব্দ হয়। দূর্ঘটনার বিকট শব্দ শুনে আশপাশের লোকজন বের হয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। তাঁরা ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় এক লরি চালককে উদ্ধার করে করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দেন।
দুর্ঘটনায় গ্রস্থ দুটি হল টিআর ০১ এভি ১৭৫৮ নম্বরের লরিটি ত্রিপুরার দিক থেকে আসা এএস ০১ পিসি ৮৫৮৫ নম্বরের পণ্য বোঝাই একটি লরি করিমগঞ্জ শহরে প্রবেশের পথে এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। এতে টিআর ০১ এভি ১৭৫৮ নম্বরের লরির চালকের ঘটনাস্থলে প্রাণ হারান বলে জানা যায়। এবং অন্য লরির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গা ঢাকা দিতে সক্ষম হয়।এদিকে দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত নামে করিমগঞ্জ ট্রাফিক পুলিশ। এ সংবাদ সংগ্রহ পর্যন্ত মৃত্যু চালকের দেহ করিমগঞ্জ সিভিল হাসপাতালের মর্গে রয়েছে বলে জানান যায়।