সলগই বাজারে দুই লরির সংঘর্ষে আহত এক চালক

মোহাম্মদ জনি, করিমগঞ্জ। 
বরাক তরঙ্গ, ২৫ জুন : ফের অসম ত্রিপুরা আট নং জাতীয় সড়কের সলগৈই এলাকায় ঘটে গেলো যান দুর্ঘটনা। এতে দু’টি লরির মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হলেন এক লরিচালক। দুর্ঘটনার পর স্থানীয় ভিডিপি সদস্যদের সদস্যদের সহায়তায় গুরুতর আহত লরিচালককে উদ্ধার করে চিকিৎসার জন্য মাকুন্দা লেপ্রসী কাম জেনারেল হসপিটালে পাঠানো হয়।

এদিকে, খবর পেয়ে তড়িঘড়ি বাজারিছড়া থানার পুলিশ তদন্তে নেমে লরি দুটি নিজেদের হেফাজতে নেয়। জানা গেছে, সোমবার রাত পৌনে দশটা নাগাদ একটি লরি সলগই বাজারে ৬ নং জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এমন সময়ে অন্য একটি লরি ত্রিপুরা থেকে গুয়াহাটি যাবার পথে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা লরির পেছনে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। এতে পেছনের লরির সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে গুরুতর আহত হন পেছনের লরির চালক। তার নাম শঙ্কর শব্দকর। বাড়ি উত্তর ত্রিপুরার চন্দ্রপুরে। ঘটনার পর সামনের গাড়ির চালক ও সহ চালক গা ঢাকা দিয়ে পালিয়ে যায়। দু’টি লরি সংঘর্ষ দুমড়ে মুচড়ে যাওয়া এক লরি চালক পাশে আহত লরি চালক।

Author

Spread the News