এ ডিভিশন ফুটবলার পঞ্জীকরণের অনুরোধ
ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ২৯ মে : শিলচর জেলা ক্রীড়া সংস্থার চলতি মরশুমের এ ডিভিশন ফুটবল প্রতিযোগিতা আয়োজনের উদ্দেশ্যে জেলার এ ডিভিশন ক্লাব গুলিকে এক পত্র মারফত তাদের খেলোয়াড়দের নাম পঞ্জীকরণের অনুরোধ জানালো জেলা ক্রীড়া সংস্থা।
আগামী ৫ জুনের মধ্যে পরিচয় পত্র সমেত কুড়িটাকা ফি সহকারে জমা দেয়ার কথা জানিয়েছেন ফুটবল সচিব বিকাশ দাস। তিনি জানান, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী টুর্নামেন্ট ১০ জুন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।