এ ডিভিশন ফুটবল লিগে রোমাঞ্চকর লড়াইয়ে বনমালীর জয়
মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২ সেপ্টেম্বর : শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত আশুতোষ চৌধুরী ও বেলারানি চৌধুরী স্মৃতি এ ডিভিশন ফুটবল লিগের মাঠে আজ সরকারি স্কুল প্রাঙ্গণে উপচে পড়া দর্শক, তুমুল উত্তেজনা আর গ্যালারিতে উচ্ছ্বাসের ঢেউ। রোমাঞ্চকর এই লড়াইয়ে মুখোমুখি হয় প্রগতি সংঘ ও বনমালী স্পোর্টস ক্লাব। খেলার শুরু থেকেই দু’দল আক্রমণ-পাল্টা আক্রমণে ব্যস্ত থাকলেও বল দখল ও মাঠ নিয়ন্ত্রণে এগিয়ে থাকে বনমালী স্পোর্টস ক্লাব।
ম্যাচের ২১ মিনিটেই গোলের দেখা পায় বনমালী। দুর্দান্ত পাস এক্সচেঞ্জের শেষে কর্নেলিয়াস চাইরমাং দারুণ শটে জালে বল জড়ালে ১-০ গোলে এগিয়ে যায় তারা। গোলের পর থেকেই প্রগতি সংঘ মরিয়া হয়ে ওঠে সমতায় ফেরার জন্য, তবে প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। ফলে বিরতিতে যায় বনমালী স্পোর্টস ক্লাব ১-০ গোলে এগিয়ে থেকে।
দ্বিতীয়ার্ধ শুরু হতেই পাল্টে যায় খেলার ছবি। প্রগতি সংঘ আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে এবং ৭৩ মিনিটে তাদের চেষ্টা সফল হয়। কর্নারের সুযোগ কাজে লাগিয়ে সুজন আহমেদ দারুণ হেডে গোল করে দলকে সমতায় ফেরান। মুহূর্তের মধ্যে গ্যালারি জুড়ে শুরু হয় প্রগতি সমর্থকদের উল্লাস।
তবে আনন্দ স্থায়ী হয়নি বেশিক্ষণ। মাত্র দুই মিনিট পরই পাল্টা আক্রমণে দুর্দান্ত গোল করেন বনমালীর বুলমানসিকা। তাঁর সেই নির্ণায়ক গোলেই আবারও এগিয়ে যায় বনমালী স্পোর্টস ক্লাব। শেষ পর্যন্ত প্রগতি সংঘ প্রাণপণ চেষ্টা করলেও গোল শোধ করতে ব্যর্থ হয়। ম্যাচ শেষ হয় ২-১ ব্যবধানে বনমালীর জয় দিয়ে।
দর্শকদের দারুণ বিনোদন উপহার দেওয়া এই ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হন প্রথম গোলদাতা কর্নেলিয়াস চাইরমাং। পুরস্কার তুলে দেন প্রাক্তন জাতীয় ফুটবলার আশিস দেব।
এই জয়ের মাধ্যমে পয়েন্ট তালিকায় আরও শক্ত অবস্থান গড়ে তুলল বনমালী স্পোর্টস ক্লাব। দলটির কোচ এবং খেলোয়াড়রা জানিয়েছেন, তাদের লক্ষ্য শুধু ম্যাচ জেতা নয়, বরং পুরো লিগেই চ্যাম্পিয়ন হয়ে শিরোপা ঘরে তোলা।