রিলিফ ক্যাম্পে শিক্ষকের ওপর হামলার অভিযোগ, মামলা
বরাক তরঙ্গ, ৫ জুলাই : সোনাইয়ে রিলিফ ক্যাম্পের দায়িত্বে থাকা এক শিক্ষকের উপর হামলার গুরুতর অভিযোগ উঠেছে। শুক্রবার ধনেহরি মিনি স্টেডিয়ামের রিলিফ ক্যাম্পের দায়িত্বে থাকা শিক্ষক আবুল হাসিম লস্করের ওপর চড়াও হন উত্তেজিতরা। সঠিকভাবে সরকারি ত্রাণ না দেওয়ার অভিযোগে শিক্ষকের উপর হামলাও চালান দুজন বলে অভিযোগ উঠেছে।
এনিয়ে সোনাই থানায় মামলা দায়ের করেছেন ৩১৫ নং গড়কান্দি এলপি স্কুলের আক্রান্ত শিক্ষক আবুল হাশিম লস্কর। বন্যাক্রান্তদের কাজে নিয়োজিত থাকা শিক্ষকের ওপর হামলা ঘটনা নিয়ে সরব হয়েছে শিক্ষকের বিভিন্ন সংগঠন। শীঘ্রই দোষীদের গ্রেফতার করে ব্যবস্থা নিতে দাবি জানানো হয়েছে। শিক্ষকদের নিরাপত্তা সুনিচ্ছিত করে কাজে নিয়োগ দিতে জেলা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন অল অসম প্রাইমারি টিচার অ্যাসোসিয়েশনের সোনাই ব্লকের সভাপতি আফসার হোসেন মজুমদার, প্রাথমিক শিক্ষক সম্মিলনী সোনাইর অন্যতম কর্তা আজমল হোসেন লস্কর, কাছাড় এমভি স্কুল টিচার অ্যাসোসিয়েশনের সম্পাদক রাহুল আলম বড়ভূইয়া, সোনাই সিআরসিসি অ্যাসোসিয়েশনের সম্পাদক মাসুদ আহমেদ লস্কর সহ অন্যান্যরা।