নাগাল্যান্ডে দুষ্কৃতির গুলিতে মৃত্যু করিমগঞ্জের ব্যবসায়ীর
বরাক তরঙ্গ, ৭ জুন : নাগাল্যান্ডে দুষ্কৃতির গুলিতে প্রাণ হারালেন করিমগঞ্জের এক ব্যবসায়ী। শুক্রবার রাতে এ নৃশংস ঘটনাটি সিগনাল বস্তির পাশে সংঘটিত হয়।
জানা যায়, রাত নয়টা নাগাদ করিমগঞ্জ জেলার মহাকলের বাসিন্দা তথা ডিমাপুরের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী আব্দুল কাইয়ুমের উপট দুষ্কৃতিরা গুলি চালায়। এতে তিনি প্রাণ হারান। বিস্তারিত আসছে।
ছবি ফেসবুক থেকে নেওয়া।