প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক দুর্যোগ’ নিয়ে একটি ‘সচেতনতা ও মক ড্রিল কালাইনে

বরাক তরঙ্গ, ৫ জুলাই : লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক দুর্যোগ’ নিয়ে একটি ‘সচেতনতা ও মক ড্রিল কর্মসূচির আয়োজন করা হয় কালাইন হায়ার সেকেন্ডারি স্কুলে। এটি ছিল জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (DDMA) এবং এনডিআরএফ (NDRF)-এর যৌথ উদ্যোগ, যেখানে প্রায় ২৪০ জন ছাত্রছাত্রী, শিক্ষক এবং স্কুলের সহকারী কর্মচারীরা উপস্থিত ছিলেন। এনডিআরএফ-এর মক ড্রিল ছিল এই সচেতনতা কর্মসূচির অন্যতম আকর্ষণীয় অংশ, সঙ্গে ছিল এনডিআরএফ কর্তৃপক্ষের মূল্যবান বক্তব্য।এই অনুষ্ঠানটি অত্যন্ত উপকারী প্রমাণিত হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের কাছ থেকেও প্রশংসা পেয়েছে।

ক্লাব ভ্যালি ভিউ-এর সম্পাদক অনুপ রায় কর্মসূচির সূচনা বক্তব্য রাখেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন স্কুলের প্রিন্সিপাল সিরাজুল আম্বিয়া ও ক্লাব ভ্যালি ভিউ-এর কোষাধ্যক্ষ সামসুল ইসলাম। প্রকল্পের চেয়ারপার্সন খাইরুল তালুকদার এই কর্মসূচি সুন্দরভাবে আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এনডিআরএফ-এর ১২ সদস্যের দলটি নেতৃত্ব দেন ইন্সপেক্টর ইন্দ্রনীল তায়ে, যিনি মক ড্রিল চলাকালীন সময়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন।

ক্লাব ভ্যালি ভিউ-এর গাইডিং লায়ন সঞ্জীব রায় স্কুল কর্তৃপক্ষ এবং এনডিআরএফ-এর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এমন একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি আয়োজনের জন্য এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগে আগ্রহ প্রকাশ করেন।স্কুলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রঞ্জিত দাস, নিজাম উদ্দিন বড়ভূইয়া, বিজিত বর্মন ও আবুল হোসেন বড়ভূইয়া। এই প্রকল্পটি আয়োজনে সহায়তা করে ‘ইয়ুথস এগেইনস্ট সোশ্যাল ইভিলস’ (ইয়াসি) কাটিগড়া বিধানসভা কমিটি। ইয়াসি-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সম্পাদক রাহুল ইসলাম বড়ভূইয়া, উপ সভাপতি সায়েদ আনোয়ার বড়ভূইয়া ও কেমপ  ইনচার্জ দীপঙ্কর সিংহ।

Author

Spread the News