লিঙ্গ ভিত্তিক হিংসা দূর করতে শ্রীভূমি জেলায় ১৬ দিবসীয় কার্যসূচী গ্রহণ

জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৩ ডিসেম্বর : শ্রীভূমি জেলায় লিঙ্গ ভিত্তিক হিংসা দূর করতে হাব ফর এমপাওয়ারমেন্ট অফ ওম্যান বা ডিএইচইডব্লুউ এর সংকল্প কার্যসূচির অধীনে ২৫ নভেম্বর থেকে ১৬ দিবসীয় কার্যসূচি সূচনা করা হয়েছে। এতে ওইদিন জেলা সমাজ কল্যাণ আধিকারিক কার্যালয় সহ বিভিন্ন আইসিডিএস প্রকল্পে লিঙ্গ ভিত্তিক হিংসা দূর করার শপথ গ্রহণ করা হয়। তারপর লিঙ্গ ভিত্তিক হিংসা দূরীকরণের বার্তা জনগণের মধ্যে পৌঁছে দিতে এক সচেতনতা রেলি বের করা হয়। এতে ওই শপথ গ্রহণ অনুষ্ঠানে জেলা সমাজ কল্যাণ আধিকারিক কার্যালয়ে কার্যালয়ের কর্মী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংঘটনের সদস্যদের লিঙ্গ ভিত্তিক হিংসা দূরীকরণের শপথ বাক্য পাঠ করান ডিএইচইডব্লুউ এর ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোর্ডিনেটর ঈশিতা দাস এবং তিনি উপস্থিত সবাইকে বিস্তৃতভাবে এই ১৬ দিবসীয় কার্যসূচির উদ্দেশ্য ব্যাখ্যা করেন।

এদিকে, এই কার্যসূচি উপলক্ষে ২৯ নভেম্বর বদরপুর আইসিডিএস প্রকল্পের অন্তর্গত দিঘিরপার অঙ্গনওয়াডি কেন্দ্র থেকে এক রেলি বের করা হয়। র‍্যালির সূচনা করেন জেলা সমাজ কল্যাণ আধিকারিক সৈয়দ আহিদুল ইসলাম এবং ওই রেলিতে ডিএইচইডব্লুউ ও পোষণ অভিযানের কর্মকর্তা, স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তা ও সাধারণ জনগণ অংশ গ্রহণ করেন। ওই র‍্যালি বদরপুর স্টেশন রোড হয়ে খাদিমান অঙ্গনওয়াডি কেন্দ্রে গিয়ে সমাপ্ত হয়। জনগণের মধ্যে লিঙ্গ ভিত্তিক হিংসা দূরীকরণের বার্তা পৌঁছে দিতে ওই কার্যসূচিতে অঙ্গনওয়াডি কর্মী ও সহায়িকা, আশা কর্মী, এএসআরএলএম থেকে আত্মসহায়ক গোষ্ঠী সদস্য ও জীবিকা সখিরা অংশ গ্রহণ করছেন।

Author

Spread the News