প্রয়াত সাংবাদিক সঞ্জীব চন্দ্রের স্মৃতিতে রক্তদান শিবির ব্লাড ডোনার্স ফোরামের

বরাক তরঙ্গ, ১৮ সেপ্টেম্বর : শুধু মাঠে মঞ্চে নয়, সামাজিক ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতেন হাইলাকান্দির তরুন ক্রীড়া সাংবাদিক সঞ্জীব চন্দ্র। যিনি ববি নামে পরিচিত ছিলেন। আর এখন থেকে হাইলাকান্দির একাংশ রক্তদাতা দের বিশেষ ইচ্ছায় শুরু হল সঞ্জীব চন্দ্র স্মৃতি রক্তদান শিবির।

এমর্মে বুধবার বরাক উপত‍্যকায় প্রথম স্বেচ্ছা রক্তদান শিবিরের অন‍্যতম উদ‍্যোক্তা সঞ্জীব (ববি) চন্দ্রের নবম মৃত‍্যু বার্ষিকীতে বরাক ভ‍্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের হাইলাকান্দি জেলা কমিটি সন্তোষ কুমার রায় সরকারি হাসপাতালের ব্লাড সেন্টারে একটি ইন হাউস স্মৃতি রক্তদান শিবিরের আয়োজন করে। সহযোগিতায় ছিল হাইলাকান্দির হিন্দু রক্ষী দল। এ উপলক্ষে আয়োজিত প্রারম্ভিক সভায় প্রয়াত সঞ্জীব চন্দ্রের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন উপস্থিত কর্মকর্তা, রক্তদাতা এবং বিশিষ্ট ব‍্যক্তিবর্গ। এরপর প্রয়াত সাংবাদিক ও সমাজকর্মী সঞ্জীব চন্দ্রের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তারা। জেলা কমিটির সভাপতি সুশান্তমোহন চট্টোপাধ‍্যায় বলেন, ১৯৯৮ সালের ২০ ডিসেম্বর হাইলাকান্দির ব্লাড মাউথ ক্লাবে বরাক উপত‍্যকায় প্রথম অনুষ্ঠিত স্বেচ্ছা রক্তদান শিবিরের মুখ‍্য উদ‍্যোক্তা ছিলেন সঞ্জীব চন্দ্র। পেশাগত ভাবে তিনি একজন সাংবাদিক হয়েও সমাজ সেবায় নিরলস প্রয়াস চালিয়ে গেছেন। তাঁর অকাল প্রয়াণে সমাজে এক অপূরণীয় ক্ষতি হয়েছে। রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে পরবর্তী সময়ে তিনি ফোরামের সঙ্গেও সহযোগিতা করে গেছেন আমৃত‍্যু।

প্রয়াত সাংবাদিক সঞ্জীব চন্দ্রের স্মৃতিতে রক্তদান শিবির ব্লাড ডোনার্স ফোরামের

রক্তদাতা বিজয়িনী ভট্টাচার্য চৌধুরী বলেন, সঞ্জীব চন্দ্র ছিলেন আমার দাদার মতো। তাঁর কাছে আমি ঋণী এবং কৃতজ্ঞ। তাঁর মৃত‍্যু দিবসে আমি ১৮তম রক্তদান করতে পেরে তৃপ্ত ও আনন্দিত। অনুরূপ বক্তব‍্য রাখেন সেসময়কার ব্লাড মাউথ ক্লাবের সম্পাদক তথা ফোরামের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি সুদর্শন ভট্টাচার্য, জেলা কমিটির সম্পাদক রঞ্জিৎ ঘোষ, সহ সভাপতি মাধবী শর্মা, হিন্দু রক্ষী দলের দুই বরিষ্ঠ কর্মকর্তা মনোজ বিশ্বাস ও মনোজকুমার নাথ, শংকর চৌধুরী এবং প্রয়াতের বাল‍্যবন্ধু তথা সহ সাংবাদিক মিঠুলাল চৌধুরী প্রমুখ। তাছাড়া এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কমিটির কোষাধ‍্যক্ষ নারায়ণচন্দ্র দাস, সদস‍্য সুদীপ্তা বিশ্বাস, রাজু দাস, প্রয়াতের পুত্র সায়ন্তন চন্দ্র প্রমুখ।

প্রয়াত সাংবাদিক সঞ্জীব চন্দ্রের স্মৃতিতে রক্তদান শিবির ব্লাড ডোনার্স ফোরামের

এই স্মৃতি রক্তদান শিবিরে একজন মহিলা রক্তদাতা সহ মোট পাঁচজন রক্তদাতা রক্তদান করেন। উল্লেখ‍্য,অসম সরকারের সেবা সপ্তাহ উপলক্ষে হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ‍্যোগে আজই শ্রীকিষাণ সারদা কলেজে মেগা রক্তদান শিবিরের আয়োজন ছিল বলে অনেকেই সেই শিবিরে রক্তদান করেন। তাই ইন হাউস শিবিরে রক্তদাতার সংখ‍্যা আশানুরূপ হয়নি। আগামীতে সঞ্জীব চন্দ্রের জন্মদিনে শিবির আয়োজনের চিন্তা করা হবে বলে জানান ফোরামের কর্মকর্তারা। সামগ্রিক অনুষ্ঠান সঞ্চালনা করেন সভাপতি সুশান্ত মোহন চট্টোপাধ্যায়।

Spread the News
error: Content is protected !!